Print Date & Time : 11 May 2025 Sunday 8:58 am

মাদকদ্রব্যের অপব্যবহার রোধে কর্মশালা

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে মাদকদ্রব্যের অপব্যবহার রোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে ঝিনাইদহ সার্কিট হাউজ মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর।
কর্মশালায় জেলা প্রশাসক মনিরা বেগম, জেলা পরিষদের প্রশাসক কনক কান্তি দাস, সচিব রেজাই রাফিন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল বাশারসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক গোলক মজুমদার। কর্মশালায় বক্তারা বলেন, মাদক একটি ব্যাধী। এটি সমাজ, দেশ জাতি, পরিবারকে ধ্বংস করে দেয়। তাই সমন্বিত পরিকল্পনা প্রণয়নের মাধ্যমে মাদককে পরিহার করতে হবে। দিনব্যাপী কর্মশালায় মাদকের অপব্যবহার রোধে নানা পরামর্শ নেয় অংশগ্রহণকারীরা।

দৈনিক দেশতথ্য//এল//