Print Date & Time : 18 May 2025 Sunday 4:13 am

মাদকবিরোধী অভিযান পরিচালনার আহ্বান জানিয়ে এবি পার্টির স্মারকলিপি প্রদান

রাকিবুল ইসলাম তনু, পটুয়াখালী : মাদকের করাল ছোবল থেকে যুব সমাজকে রক্ষা করতে অব্যাহত মাদকবিরোধী অভিযান পরিচালনার আহবান জানিয়ে পটুয়াখালীতে পুলিশ সুপারের বরাবর স্মারকলিপি প্রদান করেছে ‘আমার বাংলাদেশ (এবি) পার্টি’।

শনিবার (১৭ মে) দুপুরে শহরের সোনালী ব্যাংক মোড় থেকে একটি মাদক বিরোধী মিছিল শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। মিছিল শেষে পুলিশ সুপারের বরাবর স্মারকলিপি প্রদান করেন এবি পার্টির নেতা-কর্মীরা।

পরে পুলিশ সুপারের কার্যালয় প্রাঙ্গনে প্রেস ব্রিফিং করেন এবি পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর আব্দুল ওহাব মিনার। তিনি সাংবাদিকদের বলেন, মাদকের সহজলভ্যতার কারনে এর ভয়াবহ প্রভাব কিশোর থেকে বৃদ্ধ পর্যন্ত সকল শ্রেনীর মানুষের মাঝে ছড়িয়ে পড়ছে। ফলে আগামীদিনে যারা ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিচারকসহ নানা পেশায় অন্তর্ভুক্ত হয়ে দেশ পরিচালনা করতে পারতেন তাদের বড় অংশ নিজেদের অন্ধকারের পথে ঠেলে দিচ্ছে। পুলিশ সোচ্চার হলে এর থেকে পরিত্রান পাওয়া সম্ভব তাই তাদেরকে অব্যাহত মাদকবিরোধী অভিযান পরিচালনার আহবান জানানো হয়েছে। তারা যথাযথ উদ্যোগ না নিলে কঠোর ব্যাবস্থা গ্রহন করা হবে।