নবম ধাপে ইউপি নির্বাচনে নির্বাচিত হয়ে চেয়ারম্যানকে ফুলের তোরা দিয়ে মাদক মুক্ত সমাজ, ইভটিজিং বন্ধ ও বাল্য বিবাহ প্রতিরোধসহ এরাকার উন্নয়নে অঙ্গিকার করেছেন নবনির্বাচত ১২ জন ইউপি মেম্বার।
বৃহস্পতিবার (২৩ জুন) টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ১১ নং আজগানা ইউনিয়নে ব্যতিক্রমধর্মী এ অনুষ্ঠান হয়।
জানা গেছে, গত ১৫ জুন ১১ নং আজাগানা ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী মো. আব্দুল কাদরে সিবদার বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হন। আজ বৃহস্পতিবার সকালে এই ইউনিয়নের নয়টি ওয়ার্ডের নির্বাচিত নয়জন সাধারন আসনের পুরুষ মেম্বার এবং সংরক্ষিত আসনের তিনজন মহিলা সদস্য চেয়ারম্যানের বাড়িতে ফলের তোরা নিয়ে তাকে শুভেচ্ছা জানান এবং নিজ নিজ ওয়ার্ডে মাদক মুক্ত সমাজ, ইভটিজিং বন্ধ ও বাল্য বিবাহ প্রতিরোধসহ এলাকার উন্নয়নে অঙ্গিকার করেছেন। এ সময় এক ওয়ার্ড মেম্বার আব্দুর কাদের, দুই নং ওয়ার্ড মেম্বার সাইফুল ইসলাম, তিন নং ওয়ার্ড মেম্বার আক্তারুজ্জামান, চার নং ওয়ার্ড মেম্বার জুলহাস সিকদার, পাঁচ নং ওয়ার্ড মেম্বার নুরুল ইসলাম সিকদার, ছয় নং ওয়ার্ড মেম্বার বারেক সিকদার, সাত নং ওয়ার্ড মেম্বার মো. বিদ্যুৎ হোসেন, আট নং ওয়ার্ড মেম্বার আবুল হোসেন সিকদার, নয় নং ওয়ার্ড মেম্বার মো. ছানোয়ার হোসেন, সংরক্ষিত মহিলা আসনের্য ১, ২ ৩ নং ওয়ার্ডের সদস্য আলেয়া আশরাফ, ৪. ৫ ও ৬ নং ওয়ার্ডের সদস্য লুবনা খানম এবং ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সদস্য সুমাইয়া আক্তার। ১২ মেম্বারের ব্যতিক্রমধর্শ এই অনুষ্ঠান এলাকায় ব্যাপক আরোড়ন সৃস্টি করেছে।
এ ব্যাপারে আজাগানা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজী মোক্তার আলী সিদ্দিকী ও সাধারন সম্পাদক মো. শহিদুল ইসলাম শহিদ মল্লিক বলেন, নবনির্বাচিত চেয়ারম্যান এবং মেম্বারগন এলাকে মডেল হিসেবে গড়ে তোলার জন্য যে উদ্যোগ নিয়েছেন সত্যিই একটি প্রশংসনীয় কাজ। আমরা তাদের এই উদ্যোগকে স্বাগত জানাই এবং এলাকাবাসির পক্ষ থেকে তাদের সার্বিক ভাবে সহযোগিতা করে যাবো।
এ ব্যাপারে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান মো. আব্দুল কাদের সিকদার বলেন, জনগন আমাদের ভোট দিয়ে এলাকার উন্নয়নের জন্য নির্বাচিত করেছেন। জনগনের সেবা এবং এরাকার সার্বিক উন্নয়নই আমাদরে মুল লক্ষ্য ও উদ্যেশ্য। নবনির্বাচিত ১২ জন ইউপি মেম্বারকে সঙ্গে নিয়ে আজগানা ইউনিয়নকে মডেল হিসেবে গড়ে তোলার জন্য সকলের সহযোগিতা চাই।
আর//দৈনিক দেশতত্য//২৩ জুন-২০২২//

Discussion about this post