Print Date & Time : 17 July 2025 Thursday 7:44 pm

মাদক নির্মূলে গণমাধ্যম কর্মীদের সহযোগিতা চান পুলিশ সুপার

শাহীন আহমেদ, জেলা প্রতিনিধি কুড়িগ্রাম: মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা চেয়েছেন কুড়িগ্রামে সদ্য যোগদানকৃত পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম।
বুধবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ১১টায় পুলিশ সুপার হলরুমে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে পরিচয় ও মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

নবাগত পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম আরো বলেন, সমাজে আইনশৃংখলা পরিস্থিতি উন্নয়নে সাংবাদিকরা ব্যাপক ভূমিকা পালন করেন। পুলিশ ও সাংবাদিক পরস্পরের পরিপূরক। আইন শৃংখলা বিষয়ে কোন সমস্যা থাকলে প্রথমে আলোচনার মাধ্যমে সমাধান করা গেলে সেখানে সাংবাদিকদের ইতিবাচক ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমিন, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ, সাধারণ সম্পাদক আব্দুল খালেক ফারুক, সিনিয়র সাংবাদিক বীরমুক্তিযোদ্ধা মো. শাহাবুদ্দিন, সফি খান, মমিনুল ইসলাম মঞ্জু, ছানালাল বকসী, শফিকুল ইসলাম বেবু, হুমায়ুন কবির সূর্য, একরামুল হক সম্রাট, মাহফুজার রহমান টিউটর, রেজাউল করিম রেজা, ইউসুফ আলমগীর, মিজানুর রহমান মিন্টু, শাহীন আহমেদ প্রমুখ।

দৈনিক দেশতথ্য//এল//