কুষ্টিয়ায় আন্তর্জাতিক দিবস উপলক্ষে সাফ’র উদ্যোগে মানববন্ধন ও লিফলেট বিতরণ করা হয়।
মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে ‘মাদক সেবন রোধ করি, সুস্থ সুন্দর জীবন গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ার পোড়াদহ রেলওয়ে স্টেশনে রোববার (২৬ জুন) সকালে প্রত্যাশা ও সাফ’র আয়োজনে জিআরপি থানার সামনে মানববন্ধন ও লিফলেট বিতরণ করা হয়।
সাফ’র নির্বাহী পরিচালক মীর আব্দুর রাজ্জাক’র পরিচালনায় পোড়াদহ কলেজের সাবেক অধ্যক্ষ রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৌমেন দাস।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পোড়াদহ ইউপির সদস্য নাছিমা আক্তার। বক্তাগণ বলেন, প্রতিরোধ নিরাময়ের চেয়ে ভালো। তাই ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রের সকল স্তর থেকে জনসচেতনতা ও প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে হবে। ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে জোর দিতে হবে। ছোট নেশায় বাঁধাপ্রাপ্ত হলে বড় নেশা বা মাদক নেশায় আক্রান্ত হবে খুবই কম। পরবর্তী প্রজন্মের জন্য আমাদেরকে নিরাপদ সুস্থ সুন্দর পরিবেশ দিতে হবে যাতে আমাদের সন্তানেরা পথভ্রষ্ট না হয়।
মানববন্ধন ও আলোচনা শেষে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
আর//দৈনিক দেশতথ্য//২৬ জুন-২০২২//

Discussion about this post