মেহেরপুর থেকে আঃ আলিম :মাদকের মামলার শিশু আসামি নাসিম ইকবাল সুমনকে এক বছরের জন্য প্রবেশনে রাখার আদেশ দিয়েছে আদালত।আজ মঙ্গলবার বিকেলে মেহেরপুর জেলা দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমণ আইনের বিচারক মোঃ তৌহিদুল ইসলাম এ আদেশ দেন।
এবং আদালত প্রবেশন অফিসার হিসেবে মেহেরপুর সমাজসেবা অধিদপ্তরের অফিসার সাজ্জাদুল আলম এর নাম উল্লেখ করেন।
এবং শিশু আসামি নাসিম ইকবাল সুমন কে এই কর্মকর্তার অধিনে এক বছরের প্রবেশন রাখার নির্দেশ প্রদান করেন।
আদালত আরো উল্লেখ করেন, এই এক বছরের মধ্যে শিশু আসামিকে ধূমপান ও মাদক সেবন করা থেকে বিরত থাকা, মাদক বহন সংরক্ষণ সরবরাহ ও বিক্রয় সাথে সংশ্লিষ্ট না থাকা (এ বিষয়ে সহকারী পরিচালক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয় মেহেরপুর বিশেষ তাদারকি মূলক ব্যবস্থা গ্রহন করবেন এমনটিও উল্লেখ করে আদালত )।
সেই সাথে লেখাপড়ায় মনোযোগী হতে হবে। এবং ভাল লেখাপড়ায় প্রমাণ হিসেবে প্রবেশনের মেয়াদ শেষে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক প্রদত্ত প্রবেশপত্র আদালতে দাখিল করতে হবে।
“বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী” ” আমার দেখা নয়া চীন” বই দুটি পড়াসহ ১৩ টি শর্ত দেয়া হয়েছে।
মাদকের মামলা থেকে চূড়ান্তভাবে অব্যাহতি পেতে ওই ১৩ টি শর্ত মেনে আগামী ৭ ফেব্রুয়ারি মধ্যে প্রবেশনের অফিসার কে প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়েছে।
আদালত সূত্রে জানা যায়,শিশু নাসিম ইকবাল (সুমন) কে ২০১৯ সালের ২২ জুন পুলিশ ৩০০ গ্রাম গাঁজাসহ আটক করে। ওই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গাংনী থানায় তার বিরুদ্ধে একটি মাদক মামলা দায়ের করে পুলিশ । গাংনী থানা মামলা নং ২০। শিশু মামলা নং৩ /২০। সেই মাদক মামলার আজ রায় ঘোষণা করে আদালত।
যেহেতু আসামির বয়স ১৮ বছরের কম হওয়া এবং অপরাধ শিকার করায় শিশু আদালত এই সংশোধনীমূলক আদেশ দেন।
দৈনিক দেশতথ্য//এল//