নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর বদলগাছীতে মাদক সেবনের দায়ে ছাত্রলীগ নেতাসহ দুজনকে কারাদন্ড ও অর্থদন্ড দেওয়া হয়েছে। বুধবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার কলেজ পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
দন্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার জিধিরপর গ্রামের মৃত শামসুল হকের ছেলে সুমন হোসেন (৩৫) এবং শ্রীকৃষ্ণপুর গ্রামের নূর মোহাম্মদের ছেলে এবং বদলগাছী বঙ্গবন্ধু মহাবিদ্যালয়ের কলেজ শাখা ছাত্রলীগের সহ-সভাপতি সাব্বির হোসেন বাপ্পি (৩২)।
দন্ডপ্রাপ্ত সুমন হোসেন ও সাব্বির হোসেন বাপ্পি কলেজ পাড়া এলাকায় মাদক সেবন করছে এমন সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আতিয়া খাতুন এবং থানা পুলিশ অভিযান চালিয়ে মাদক সেবনকালে তাদেরকে আটক করেন। পরে মোবাইল কোর্ট বসিয়ে তাদেরকে এক বছর করে বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়। এর মধ্যে সাব্বিরকে ২শত টাকা ও সুমনকে ৩শত টাকা অর্থ দন্ড দেয়া হয়।
দন্ডপ্রাপ্ত সাব্বির হোসেন বাপ্পি বদলগাছী বঙ্গবন্ধু সরকারি মহাবিদ্যালয়ের ছাত্রলীগের সহ-সভাপতি নিশ্চিত করে বদলগাছী উপজেলা ছাত্রলীগের সভাপতি মো: সুমন হোসেন মুঠোফোনে বলেন, আমি শুনেছি মাদক সেবনকালে কারো তথ্যের উপর নির্ভর করে সেখানে পুলিশসহ অভিযান চালায়। পরে তাদেরকে দন্ড দেওয়া হয়েছে। আপনার কিছু করার আছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, এটা আমাদের উপজেলা ছাত্রলীগের অধিনে না। পুরোপুরি জেলা ছাত্রলীগের অধিনে। তাই আমরা চাইলেও কোনো পদক্ষেপ নিতে পারবো না। তবে বিষয়টি জেলা ছাত্রলীগের এক নেতাকে জানানো হয়েছে।
এবি//দৈনিক দেশতথ্য//ফেব্রুয়ারী ০৮,২০২৪//

Discussion about this post