Print Date & Time : 6 July 2025 Sunday 8:34 am

মাদারগঞ্জে ইউপি নির্বাচনে থাকছে না নৌকা প্রতিক

জামালপুরের মাদারগঞ্জে ৪র্থ ধাপে অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে থাকবে না দলীয় প্রতীক। জেলা ও মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের এক যৌথসভায় সম্ভাব্য প্রার্থীদের মতামতের ভিত্তিতে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ জানান, জামালপুর জেলা ও মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগসহ ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন প্রার্থীদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে আগামি ২৩ ডিসেম্বর অনুষ্ঠিতব্য ৪র্থ ধাপে মাদারগঞ্জ উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে কোনো দলীয় প্রতীক থাকবে না।

তিনি আরও জানান, বুধবার বিকেলে জেলা পরিষদ মিলনায়তনে মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু জীবন কৃষ্ণ সাহার সভাপতিত্বে এক জরুরি যৌথ সভায় জেলা আওয়ামী লীগ ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ সকল প্রার্থীদের নেতৃবৃন্দসহ সকল প্রার্থীদের উপস্থিতিতে উন্মুক্ত নির্বাচনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।