সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ১৩ নং খলিসাকুন্ডি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ ও ৯নং ওয়ার্ড সদস্য মোঃ জগলুর রহমান “মাদার তেরেসা গোল্ডেন এ্যাওয়ার্ড-২০২৩” পদকে ভূষিত হয়েছেন।
বৃহস্পতিবার(৭সেপ্টেম্বর) বিকেলে ঢাকার সেগুনবাগিচার কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা মিলনায়তনে বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে মানবতার কল্যাণে মাদার তেরেসা শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা প্রদান এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে এ পদক দেওয়া হয়।
বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ আতা উল্লাহ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোঃ নিজামুল হক নাসিম।
প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট আওয়ামী লীগ নেতা ও গণমাধ্যম ব্যক্তিত্ব আলহাজ্ব ব্যারিস্টার জাকির আহমেদ। উদ্বোধক ছিলেন সাবেক এমপি লায়ন এম এ আউয়াল।মূল প্রবন্ধ উপস্থাপন করে আন্তর্জাতিক খ্যাতিমান দার্শনিক ও গ্লোবাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ডক্টর আনিসুজ্জামান।স্বাগত বক্তব্য রাখেন অগ্রগামী মিডিয়া ভিশনের নির্বাহী পরিচালক এম গোলাম ফারুক মজনু। শুভেচ্ছা বক্তব্য রাখেন মাদার তেরেসা রিসার্চ ওয়েলফেয়ার কাউন্সিল এর মহাসচিব এমএইচ আরমান চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন প্রমুখ।
অনুষ্ঠান শেষে সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ১৩নং খলিসাকুন্ডি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ ও ৯নং ওয়ার্ড সদস্য মোঃ জগলুর রহমানকে“মাদার তেরেসা গোল্ডেন এ্যাওয়ার্ড-২০২৩” পদক তুলে দেন অতিথিরা।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ৮ সেপ্টেম্বর ২০২৩

Discussion about this post