মোঃ রাসেল, বরগুনা: বরগুনা সদর উপজেলায় হেফজখানার এক মাদ্রাসাছাত্রকে মারধরের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষক, শিক্ষার্থী ও অবিভাবকরা।
আজ শুক্রবার (২৭ মে) জুমআর নামাজ বাদ ফুলঝুড়ি ইউনিয়নের ছোট গৌরীচন্না মরহুম জায়নাল আবেদীন খান তাহফিজুল কুরআন মাদ্রাসার সামনে এ মানববন্ধন পালিত হয়।
স্থানীয় সুত্রে জানা যায়, স্থানীয় প্রভাবশালী খালেক খানের জমি মাদ্রাসার রান্নাঘর সংলগ্ন। বেশ কয়েকদিন আগে মাদ্রাসার ছাত্রদের রান্নার কাজ করছিল হেফজ বিভাগের ছাত্র আবু সাঈদ (১২) । এসময় সবজির উচ্ছিষ্ট রান্নাঘর থেকে বাইরে ফেললে তা খালেকের জমিতে পরে। এই কারনে ক্ষিপ্ত হয়ে ওই ছাত্রকে মারধর করে আব্দুল খালেক খান। এর প্রতিবাদে তার সহপাঠী, শিক্ষক ও অবিভাবকরা মাদ্রাসা প্রাঙ্গনে মানববন্ধন কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে শিক্ষকরা বলেন, খালেক প্রায় সময়ই আমাদের ছাত্রদের সাথে খারাপ আচরন করে আসছে। তিনি প্রভাবশালী হওয়ায় ভয়ে প্রতিবাদ করতে পারিনি। কিন্তু এবার তিনি আমাদের ছাত্রকে মারধর করেছে। আমরা এর বিচার চাই।
ভুক্তভোগী মাদ্রাসাছাত্রের বাবা মো. সেলিম বলেন, হাফেজ বানানোর জন্য ছেলেকে হাফিজি মাদ্রাসায় ভর্তি করিয়েছিলাম। কিন্তু মাদ্রাসায় পড়তে এসে আমার ছেলেকে মার খেতে হলো। আমি এর বিচার চাই।
এবিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আহম্মদ বলেন, এবিষয়ে এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post