নওগাঁর সাপাহারে খুশি আক্তার (১৮) নামের এক মাদ্রাসা ছাত্রীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। আত্মহত্যাকারী মাদ্রাসা ছাত্রী সাপাহার উপজেলার বাবুপুর গ্রামের রফিকুল ইসলাম এর মেয়ে।
সাপাহার থানা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মাদ্রাসার একাদশ শ্রেণিতে পড়ুয়া খুশি আক্তার গতকাল মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকালে তার মা’র সাথে কথা কাটাকাটি করে মায়ের উপর অভিমান করে তার শয়নঘরে ঘুমিয়ে পড়ে। তার বাবা কাজ করতে মাঠে য়ায় এবং মা বাসার বিভিন্ন কাজে ব্যস্ত থাকে। দুপুরে তার বাবা বাসায় ফিরে মেয়ের ঘরের দরজা বন্ধ দেখে তাদের সন্দেহ হয় এবং দরজা ভিতর থেকে বন্ধ থাকায় তাদের সন্দেহ আরোও বেড়ে যায়।
পরে লোকজন ঘরের দরজা ভেঙ্গে ঘরের মধ্যে ফ্যানের সাথে মেয়েকে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখে তার বাবা ও মা চিৎকার শুরু করে। বিকেলে বিষয়টি স্থানীয় থানায় জানালে সন্ধ্যা সাড়ে ৫টার দিকে পুলিশ ঘটনা স্থলে গিয়ে গলায় ফাঁস লাগানো খুশি আক্তারের মৃত দেহ উদ্ধার করে থানা হেফাজতে নেয়।
এবিষয়ে সাপাহার থানার (ওসি) হুমায়ুন কবির বাংলাদেশ কন্ঠ কে জানান ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এবিষয়ে গতকাল রাতে থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য,২৫ জানুয়ারি ২০২৩

Discussion about this post