Print Date & Time : 11 May 2025 Sunday 3:49 am

মাদ্রাসা শিক্ষার উন্নয়নে সরকার কাজ করছে

মো.আলাউদ্দীন, হাটহাজারী (চট্রগ্রাম) :মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এ কে এম রুহুল আমীন বলেছেন, মাদ্রাসা শিক্ষার উন্নয়নের জন্য আন্তরিক ভাবে কাজ করছে। সরকারের উদ্দেশ্য বাস্তবায়নের জন্য সকল মাদ্রাসা শিক্ষকদের নিবেদিত ভাবে কাজ করে মাদ্রাসা শিক্ষার গুনগত মান উন্নয়নে আরো মনোযোগী হতে হবে। শনিবার(৪ জুন)হাটহাজারীতে মাদ্রাসার অধ্যক্ষ / সুপারদের সাথে মত বিনিময় কালে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এ কে এম রুহুল আমীন এসব কথা বলেন।

তিনি বলেন. ইতিমধ্যে শিক্ষকদের সমস্যা সমাধানের লক্ষ্যে সরকার নানামুখী পদক্ষেপ গ্রহন করেছে বলে মত প্রকাশ করেন । মাদ্রাসায় একাডেমিক ভবন নির্মাণসহ ডিজিটাল ল্যাব স্হাপন করে শিক্ষার গুনগত মান উন্নয়নের সরকার কাজ করছে। মতবিনিময় সভায় চট্টগ্রাম উত্তরের মিরশ্বরাই, সীতাকুন্ড, সন্দ্বীপ, হাটহাজারী, ফটিকছড়ি, রাউজান, রাঙ্গুনিয়া সাত উপজেলার আওতাধীন মাদ্রাসা সমূহের দুই শতাধিক অধ্যক্ষ/ সুপার ও প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। হাটহাজারী আনোয়ারুল উলুম নোমানিয়া ফাযিল (ডিগ্রি) মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহিদুল আলম। এই সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ ফরিদুল আলম হোসাইনী, ফটিকছড়ি ও রাউজান উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা যথাক্রমে মোঃ সেলিম রেজা, মনিরুজ্জামান চৌধুরী ও হাটহাজারী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার প্রতিনিধি একাডেমিক সুপার ভাইজার মুহাম্মদ মুসলিম উদ্দিন প্রমূখ।
অনুষ্ঠানে প্রধান অতিথিকে উপজেলা প্রশাসন ও মাদ্রাসা শিক্ষকদের সংগঠন ও বিভিন্ন মাদ্রাসার পক্ষ থেকে সম্মাননা স্বারক প্রদান করা হয়।

দৈনিক দেশতথ্য//এল//