সুদীপ্ত শাহীন, লালমনিরহাট: মাধ্যমিক শিক্ষা জাতীয়করনের দাবিতে জেলা শহরের প্রাণকেন্দ্র মিশনমোড়ে আজ সোমবার সকাল ১১ টায় শিক্ষকগণ মানববন্ধনে অংশ নেয়।
প্রায় দুই ঘন্টা মানববন্ধন ও সমাবেশ শেষে মিছিল নিয়ে দুপুরে স্বারক লিপি দিতে জেলা প্রশাসকের কার্যালয়ে যায়। এসময় মোসাব্বর (৫৭) নামে এক সহকারী শিক্ষক শ্লোগান দিতে দিতে হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তিনি জেলার হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বলে জানা যায়। অসুস্থ শিক্ষককে হাসপাতালে নিয়ে যায় সহকর্মীরা।
জানা গেছে, দেশের মাধ্যমিক শিক্ষা জাতীয়করনে দাবিতে বাংলাদেশ শিক্ষক সমিতি সারা দেশে মানববন্ধন ও সামাবেশ এবং স্বারক লিপি দেয়ার কর্মসূচি পালন করেন।
এই মানববন্ধনে জেলার ৫টি উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের কয়েক শতাধিক শিক্ষক, শিক্ষিকা ও কর্মীচারী অংশ নেয়।
এ সময় বক্তব্য রাখেন, বাংলাদেশ শিক্ষক সমিতির জেলা সভাপতি কালীগঞ্জ করিম উদ্দিন পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশীদজ্জামান আহমেদ, সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, সদর উপজেলা শাখার সভাপতি খায়রুজ্জামান মন্ডল বাদল, সাধারন সম্পাদক দীনেশ চন্দ্র, আদিতমারীর সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম কাজল, কালীগঞ্জের সভাপতি নজরুল ইসলাম, হাতিবান্ধার মজিবর রহমান ও পাটগ্রামের সভাপতি আব্দুল ওয়াব প্রমূখ। শিক্ষকদের দাবী স্মার্ট বাংলাদেশ গড়তে হলে স্মার্ট শিক্ষক ও শিক্ষার্থী এবং শিক্ষাপ্রতিষ্ঠান প্রয়োজন। একটি দেশের উন্নয়নে শিক্ষায় কোন বৈষম্য থাকতে পারেনা। বৈষম্য দূরীকরণে শিক্ষা জাতীয়করনের বিকল্প নেই। সরকারকে আগামী ২০ মার্চের মধ্যে শিক্ষকদেও জাতীয়করনের দাবি মেনে নিতে বলেন। তা না হলে ঢাকায় বৃহৎ আন্দোলন গড়ে তেলার হুশিয়ারী দিয়েছেন। পরে আন্দোলন স্থগিত রেখে সকল শিক্ষকগণ অসুস্থ সহকারী শিক্ষক মোসাব্বরকে হাসপাতালে দেখতে যান ও মহান আল্লাহর নিকট দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করেন।
দৈনিক দেশতথ্য//এসএইচ//