মনিরুজ্জামান জুলেট, শ্যামনগর সাতক্ষীরাঃ শ্যামনগরে মানব পাচারের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রার্থনা ও সচেতনতা দিবস পালন করা হয়।
কারিতাসের উদ্যোগে বুধবার ৮ই ফেব্রুয়ারি সকাল ১০টায় কারিতাস খুলনা অঞ্চলের অধিনে শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ, রমজাননগর ও বুড়িগোয়ালিনী ইউনিয়ন পর্যায়ে বাংলাদেশ ও ভারতের সুন্দরবন অঞ্চলের জলবায়ু প্ররোচিত অভিবাসন ও আধুনিক দাসত্ব (সিআইএমএমএস) প্রকল্পের অধীনে মানব পাচারের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রার্থনা ও সচেতনতা দিবস উদযাপন করা হয়।
দিবসটি উপলক্ষে দিন ব্যাপি প্রার্থনা, র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
দিবসটি উপলক্ষে র্যালি প্রত্যেক ইউনিয়ন পরিষদ চত্তর থেকে বাজার প্রদক্ষিন করে এবং পথিমধ্যে মানববন্ধন ও প্রার্থনা সভার আয়োজন করে ইউনিয়ন পরিষদ হল রুমে ফিরে আসে।
পরে ইউনিয়ন পরিষদের হল রুমে এক আলোচনা সভার আয়োজন করে।
সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সভাকে এগিয়ে নেন স্বস্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/প্যানেল চেয়ারম্যান, ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা ইউপি সদস্য গন। প্রকল্পের পক্ষ থেকে (সিআইএমএমএস) প্রকল্পের প্রকল্প কর্মকর্তা মি: এন্ড্রিকো মন্ডল ও ইউনিয়ন ডেভলপমেন্ট ওয়ার্কারগন দিবসটির তাৎপর্য ও দিবসটি পালনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন।
দৈনিক দেশতথ্য//এসএইচ//

Discussion about this post