Print Date & Time : 22 August 2025 Friday 1:50 am

মানহীন হাসপাতালও বন্ধ হবে: স্বাস্থ্যমন্ত্রী

যেসব হাসপাতাল, ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টার মানহীন সেবা দিচ্ছে, সেগুলোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়ে বন্ধ করে দেওয়া হবে বলে সতর্ক করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় স্বাস্থ্য ও কল্যাণ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, “দেশে প্রায় ১১ হাজারের বেশি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। সেগুলোর মান নিয়ে প্রশ্ন উঠেছে। স্বাস্থ্য অধিদপ্তর এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত।

“যারা মানহীন তাদের প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া, সতর্ক করে দেওয়া বা তাদের সংশোধনের সময় দেওয়া হবে।”

এর আগে নিবন্ধনহীন বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারসহ স্বাস্থ্য সেবা কেন্দ্রগুলোর বিরুদ্ধে গত বুধবার থেকে অভিযান শুরু করে স্বাস্থ্য অধিদপ্তর।

জাহিদ মালেক বলেন, “ইতোমধ্যে একটি কর্মসূচি চলছে। আমরা কাউকে হেনস্তা করতে চাচ্ছি না। আমরা চাই দেশের মানুষ যাতে সঠিক চিকিৎসা পায়, আমাদের স্বাস্থ্য ব্যবস্থার যেন দুর্নাম না হয়।”

মানহীন সেবাদানকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে তিনি বলেন, “আমরা আশা করছি, আগামীতে স্বাস্থ্যসেবায় আরও স্বচ্ছতা আসবে, মান আরও ভালো হবে।”

করোনাভাইরাস মোকাবেলায় বাংলাদেশ বিশ্বে পঞ্চম এবং দক্ষিণ এশিয়ায় প্রথম স্থানে রয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।

অনুষ্ঠানে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব লোকমান হোসেন মিয়া, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক এবিএম খুরশীদ আলম, অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক আহমেদুল কবীর, অতিরিক্ত মহাপরিচালক (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক মিরজাদী সেব্রিনা ফ্লোরা উপস্থিত ছিলেন।

জা//দেশতথ্য/০১-০৬-২০২২//০৮.৩৭ পি এম