রাশেদুজ্জামান,নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দায় একটি বাড়ীর ভেতরে অনাধিকার প্রবেশ করে ছবি তোলার অভিযোগ উঠেছে চার যুবকের বিরুদ্ধে।
বুধবার (১৮ জানুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার প্রসাদপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে।
ঘটনায় বাড়ির মালিক রেজাউল ইসলাম এর ছেলে পারভেজ রহমান ওই দিন রাত ৮টায় মান্দা থানায় লিখিত অভিযোগ করেছেন।
থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়, বুধবার ২টার দিকে প্রতিবেশীর কাছ থেকে ফোনে বাড়ির মালিক রেজাউল ইসলাম জানতে পারেন তার বাড়িতে কয়েকজন যুবক বাড়ির দরজা খুলে প্রবেশ করে ছবি তুলছে।
সংবাদ পেয়ে তিনি বাড়িতে এসে দেখেন ওই যুবকরা চলে গেছে। পরে তিনি জানতে পারেন জেলার মহাদেবপুর উপজেলার গোপালকৃষ্ণপুর গ্রামের মাহবুবুজ্জামান সেতু এবং মান্দা উপজেলার উত্তর শ্রীরামপুর গ্রামের সুলতান আহম্মেদ,গোবিন্দপুর গ্রামের আরিফ হোসেন ও রহমত আলী বাড়িতে অনাধিকার প্রবেশ করেছে।এদের মধ্যে মাহবুবুজ্জামান সেতু ও সুলতান আহম্মেদ সাংবাদিক পরিচয় দিয়েছে।
প্রতিবেশী মাহমুদা বেগম বলেন, ওই যুবকরা পারভেজ রহমান এর বাড়ির আশপাশের ছবি তুলছিল। আমি তাদের পরিচয় জানতে চাইলে দু’জন নিজেকে সাংবাদিক পরিচয় দেয়।
এসময় বাড়ির পুরুষদের ডাকতে মাঠে যায়। এসে দেখি তারা ঘটনাস্থল থেকে চলে যায়।
বাড়ির মালিক রেজাউল ইসলাম বলেন, আমি বাড়িতে ছিলাম না। পরে প্রতিবেশীর কাছ থেকে ফোন পেয়ে ছুটে আসি। কিন্তু তার আগেই ওই যুবকরা চলে গেছে। ঘরের তালাও ভাঙা ছিল।
রেজাউল ইসলাম এর ছেলে পারভেজ রহমান বলেন, বাড়ির সদস্যের অনুপস্থিতিতে কেন একজনের বাড়িতে অনাধিকার প্রবেশ করবে। ঘটনায় থানায় অভিযোগ করেছি।
এবিষয়ে মাহবুবুজ্জামান সেতুর কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি কোন মন্তব্যকরতে চাননা।
সুলতান আহম্মেদ এর সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনাস্থলে যাননি বলে জানান।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর-এ-আলম সিদ্দীক বলেন, দুই পক্ষ থেকেই পাল্টাপাল্টি অভিযোগ হয়েছে। তবে বুধবার পারভেজ রহমান বাড়িতে কেউ না থাকায় অনাধিকার প্রবেশ নিয়ে থানায় একটা অভিযোগ করেছেন।
দৈনিক দেশতথ্য//এসএইচ//

Discussion about this post