Print Date & Time : 12 July 2025 Saturday 3:38 pm

মান্দায় অবৈধ স্থাপনা নির্মাণে বাঁধা দেওয়ায় গৃহবধুকে মারধোরের অভিযোগ

রাশেদুজ্জামান,নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দায় এক ব্যক্তির বাড়িঘর ভেঙ্গে দিয়ে জোরপূর্বক স্থাপনা নির্মান করছে একজন প্রভাবশালী ব্যক্তি। বাঁধা দিলে নাবালক শিশু ও মহিলাকে মারধাে করে।

এ ব্যপারে মান্দা থানায় অভিযোগ দায়ের হলেও পুলিশ কোন পদক্ষেপ গ্রহণ করেনি।

ঘটনাটি ঘটেছে মান্দা উপজেলার দোডাঙ্গি পূর্ব পাড়া গ্রামে। সরেজমিন গিয়ে জানা গেছে ওই গ্রামের হাসান আলীর পিতা হিয়াৎ আলী ২০১৭ সালে ৫ শতাংশ সম্পত্তি ক্রয় করে। পিতার এই সম্পত্তিতে বাড়ি করে বসবাস করতে থাকেন পুত্র হাসান আলী।
বসবাস করাকালীন হঠাৎ করে ওই সম্পত্তি নিজেদের বলে দাবি করে জনৈক ইয়ার অলীর পুত্ররা। ১৩৬০ নম্বর হাল দাগের উপর অবস্থিত বাড়িঘর হঠাৎ করে গত ১ জানুয়ারি উক্ত ইয়ার আলী, তার ভাই সোলায়মান, তার স্ত্রী শারমিন বেগমসহ আরও বেশ কিছু লোকজন নিয়ে জোরপূর্বক দখল করেন এবং মারপিট করে মামলা হামলার হুমকি।
লোকজন নিয়ে বাড়ি ঘর ভাঙ্গচুর করে। এতে বাঁধা দিলে হাসানের স্ত্রী সুলতানা বেগম বাঁধা দিলে তাকে বেদম মারপিট করে।
এ ব্যপারে মান্দা থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। কিন্তু পুলিশ কোন পদক্ষেপ গ্রহণ না করলে পরিবারটি অসহায় হয়ে পড়ে। বাধ্য হয়ে কোর্টে একটি মামলা দায়ের করেন। মামলা নম্বর ৩৮ সিআর/২৩ ।
এই ঘটনায় পরিবারটি ক্ষতিগ্রস্থ অবস্থায় দিনযাপন করছে।

দৈনিক দেশতথ্য//এসএইচ//