রাবেয়া ইসলাম, বরগুনা: বরগুনায় মামলা করায় বাদীকে হুমকি দিয়েছে আসামীরা ও তাদের স্বজনরা। ওই মামলার বাদীর নাম এনায়েত হোসেন (৫৫)। তিনি সদর উপজেলার বদরখালী ইউনিয়নের দক্ষিণ পাতাকাটা গ্রামের মৃত আমির মাতুব্বরের ছেলে।
মামলাসূত্রে জানা যায়, একই এলাকার ইউনুস মিয়ার ছেলে রুস্তম আলী (৪৮) পেশায় অটোরিকশা চালক৷ সে তার অটোরিকশাটি প্রতিদিন এনায়েতের বাড়ির সামনে পথ আটকিয়ে রাখে। এনায়েত বারবার অটোরিকশা রাখতে নিষেধ করলে উল্টো সে এনায়েত ও তার পরিবারকে গালিগালাজ ও হুমকি দিতে থাকে।
গত মাসের ২৬ তারিখ রোজ বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে এনায়েতের চাচাত ভাই ইব্রাহিম খলিলের বাড়ির সামনে পথ আটকে রাখে। এতে ইব্রাহিম রুস্তমকে অটোরিকশাটি সরিয়ে রাখতে বলে। এতে রুস্তম আলী তার স্ত্রী মাহমুদা বেগম ও সাইফুল ইসলাম নামে তাদের অপর এক সহযোগী ইব্রাহিমকে খুনের হুমকি দেয় এবং এনায়েতের স্ত্রীকে এলোপাতাড়ি পিটিয়ে জখম করে। এছাড়াও অভিযুক্তরা এনায়েতের স্ত্রীর শ্লীলতাহানি করে স্বর্ণলংকার ছিনিয়ে নিয়ে যায়।
মামলার বাদী এনায়েত হোসেন বলেন, শ্লীলতাহানী ও মামরামারির ঘটনায় মামলা দায়ের হওয়ার পরে ১নং আসামী রুস্তম আলীকে গ্রেফতার করে পুলিশ। তিনি এখন জেলহাজতে আছেন। কিন্তু মামলার অন্যান্য আাসামীরা ও তাদের আত্মীয় স্বজনরা আমাকে ও আমার পরিবারকে বিভিন্ন ধরনের হুমকী দিচ্ছেন।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মনিরুজ্জামান বলেন, মামলা হওয়ার পরেই ১নং আসামী রুস্তম আলীকে গ্রেফতার করে কোর্টের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। অন্যান্য আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।
দৈনিক দেশতথ্য//এসএইচ//

Discussion about this post