Print Date & Time : 29 August 2025 Friday 11:25 am

মালয়েশিয়া গিয়ে লাশ হয়ে ফিরলেন শার্শার যুবক

বেনাপোল প্রতিনিধি
পরিবারের সুখ ফেরাতে এবং মুখে একটু হাসি ফোটাতে ঘর ছেড়েছিল রনি। মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছিল নতুন জীবনের আশায়। মালয়েশিয়ায় ক্রেন দুর্ঘটনায় নিহত হয়েছেন রনি নামে এক বাংলাদেশি যুবক।

নিহত রনি হোসেন শার্শার উপজেলার কায়বা ইউনিয়নের বাগুড়ি বেলতলা গ্রামের বিএনপি নেতা মাহমুদ সরদারের ছেলে।শনিবার (৫ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে মালয়েশিয়ার শ্রীরামবাং শহরে এ দুর্ঘটনা ঘটে।

রনির সহকর্মীরা মোবাইল ফোনে তার মৃত্যুর খবর বাড়িতে জানালে পরিবারে শোকের মাতম শুরু হয়। মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য তারা সরকারের প্রতি দাবি জানিয়েছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, আড়াই বছর আগে পরিবারে স্বচ্ছলতা ফেরাতে প্রবাস জীবন শুরু করেন রনি। শুরু থেকে তিনি কনস্ট্রাকশনের কাজ করতেন। ঘটনার দিন সকালে নির্ধারিত ভবনে কাজের সময় একটি ক্রেনের চেইন ছিড়ে রনি চাপা পড়লে ঘটনাস্থলেই মারা যান। তার এক সহযোগী শ্রমিক মোবাইল ফোনে বাংলাদেশে তার পরিবারকে তা জানান।
নিহতের বন্ধু আশিক জানান,আর্থিক সচ্ছলতার আশায় রনিকে মালয়েশিয়ায় পাঠিয়েছিল তার পরিবার। আমরা তার লাশ দ্রুত দেশে আনার জন্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কাছে জোর দাবি জানাচ্ছি।

কায়বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলতাব হোসেন জানান, রনি আড়াই বছর যাবত মালয়েশিয়ায় কাজ করতেন। আজ সকালে তার মৃত্যুর সংবাদ জেনেছি। তার মরদেহ দেশে পাঠানোর জন্য পরিবারের পাশাপাশি প্রবাসীরা চেষ্টা চালাচ্ছেন।

শার্শা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাজী নাজিব হাসান বলেন, রনির মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে মালয়েশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।