নিজস্ব প্রতিবেদক : রাজধানীর খিলগাঁও মালিবাগের জনপ্রিয় সামাজিক সংগঠন ‘রবি সংঘের ৪১সদস্য বিশিষ্ট কার্যনির্বাহীর পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন যথাক্রমে মো: সেলিম শেখ ও মো: শুক্কুর ইসলাম ।
শুক্রবার (১’নভেম্বর) সন্ধ্যায় খিলগাঁও সরকারি কর্মকর্তা-কর্মচারী আবাসিক কল্যাণ সমিতির সংলগ্নে এক মতবিনিময় ও পরিচিতি সভায় এ কমিটি ঘোষণা করা হয়।
পরিচিতি সভায় কমিটি ঘোষণা দেন রবি সংঘের প্রধান উপদেষ্টা খিলগাঁও থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও ১ নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সফল সভাপতি মামুনুর রশিদ আকন্দ (মামুন)। এ সময় উপদেষ্টাদের মধ্যে উপস্থিত ছিলেন খিলগাঁও ১ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি এম জামান ও সফল সাধারণ সম্পাদক হুমায়ুন কবির।
নবগঠিত কমিটির সিনিয়র সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন কাজী নাসিরউল্লাহ (নাসির),যুগ্ম সাধারণ সম্পাদক মো: ইদ্রিস হোসেন।
অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন ১ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক কাজী করিম উল্লাহ।
এহ/01/11/24/ দেশ তথ্য

Discussion about this post