Print Date & Time : 11 May 2025 Sunday 1:42 am

মাল্টিপোল ভিসায় ভারত ভ্রমণের বাধা দূর হয়েছে

শেখ সুমন কলকাতা প্রতিনিধিঃ কোন কারণ ছাড়াই ভারতের হরিদাসপুর চেকপোস্টের ইমিগ্রেশন কর্তৃপক্ষ বাংলাদেশের মাল্টিপল এন্ট্রি ভারতীয় ভিসাধারী যাত্রীদের ফিরিয়ে দেয়া শুরু করে।

এতে হয়রানির শিকার হতে থাকে ভারতগামী বাংলাদেশী যাত্রীরা। তারা জানায় ট্যুরিস্ট ভিসায় যারা ভারত ভ্রমণ করেছেন তাদের এক যাত্রা থেকে অন্য যাত্রার সময় তিন মাসের বেশি না হলে তারা মাল্টিপল সুবিধায় ভারত যেতে পারবেন না।

শনিবার (২ জুলাই) কোন কারন ছাড়াই বাংলাদেশী যাত্রীদের পেট্টাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ দ্বিতীয়বার ৩মাসের মধ্যে ভ্রমণ ভিসায় ভারত গমণে নিয়ম নেই জানিয়ে শনিবার ভ্রমণকারীদের ভারতে প্রবেশে অনুমতি দেয়নি। ফলে ভারত থেকে ফিরে এসেছেন ভুক্তভোগী অনেক যাত্রী। কলকাতা ও বাংলাদেশের দৈনিক দেশতথ্য ছাড়াও বিভিন্ন গণমাধ্যমে ভুক্তভোগীদের সাক্ষ্যাৎকার সম্বলিত খবর প্রকাশিত হওয়ায় পর বিষয়টি ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের নজরে আসে।

ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন এই খবরটিকে মিথ্যা খবর বলে আখ্যায়িত করে। এরপর একটা বিজ্ঞপ্তি জারী করে তারা বিতর্কের অবসান ঘটায়।

ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন রবিবার সকালে তাদের অফিসিয়াল ফেসবুক পেইজে একটি বিবৃতি জারী করে। ওই বিবৃতিতে জানানো হয়, ভ্রমণ ভিসায় বাংলাদেশীদের ভারত ভ্রমণে সরকার নতুন করে কোন সিদ্ধান্ত/ নির্দেশনা জারী করেনি। সে ক্ষেত্রে ‌আগের নিয়মই বহাল রয়েছে।

তাই ভারত ভ্রমণে বাংলাদেশী ভ্রমণকারীদের মাল্টিপোল ভিসা সংক্রান্ত তিনমাস পরে ভ্রমণে কোন ধরনের বাধা নেই ।

এই বিবৃতিজারীর পরে রবিবার দুপুর থেকে মাল্টিপোল ভিসায় ভারত গমণে বাধা দেয়নি পেট্টাপোল ইমিগ্রেশন পুলিশ।

দু’দেশের মধ্যে সোহার্দ্য সম্প্রীতি ও বন্ধুত্বর বিষয়টি উপর গুরুত্ব দিয়ে হাইকমিশন জানায়, এ ব্যাপারে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশিত হয়েছে। হাইকমিশনের এই বার্তায় মাল্টিপোল ভ্রমণ ভিসা সংক্রান্ত ভুল বোঝা-বুঝির অবসান হয়েছে।

এসব ব্যাপারে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন-র ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজু আহম্মেদ বলেন,শনিবারের বিষয়টি সুরাহা হয়েছে। রবিবার ভ্রমণ ভিসায় সব যাত্রী ভারতে গেছে। কোন যাত্রীকে ফেরৎ পাঠায়নি পেট্রাপোল ইমিগ্রেশন ।

এবি//দৈনিক দেশতথ্য//জুলাই ৩,২০২২//