কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হলো “মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৫” উপলক্ষে একটি গুরুত্বপূর্ণ প্রস্তুতিমূলক সভা।
সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়ার সম্মানিত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব আবু হাসনাত মোহাম্মদ আরেফীন।
এই সভায় ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষার্থে আগামী অভিযানকে সফল করতে করণীয় বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, মৎস্য বিভাগ, স্থানীয় জনপ্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীগণ সভায় অংশগ্রহণ করেন।
সভায় জেলা প্রশাসক বলেন, “মা ইলিশ সংরক্ষণে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। জনগণকে সচেতন করতে হবে, যাতে প্রজননকালীন সময়ে ইলিশ ধরা, পরিবহন ও বাজারজাত বন্ধ থাকে। আইন অনুযায়ী কঠোর নজরদারি ও প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনারও ব্যবস্থা নেওয়া হবে।”
সভায় অংশগ্রহণকারীরা মা ইলিশ রক্ষায় সম্মিলিতভাবে সচেতনতা বৃদ্ধি, নদীতে টহল জোরদারকরণ, বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা এবং তথ্যপ্রযুক্তি ব্যবহার করে নজরদারি বৃদ্ধির বিষয়ে মতামত দেন।
উল্লেখ্য, প্রতিবছরের মতো এবারও ইলিশের প্রজনন মৌসুমে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত ইলিশ আহরণ নিষিদ্ধ থাকবে। এ সময় মা ইলিশ রক্ষায় সরকারের নির্দেশনা মোতাবেক জেলা প্রশাসন প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করবে।
সভা শেষে জেলা প্রশাসক অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান এবং সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

Discussion about this post