Print Date & Time : 22 April 2025 Tuesday 1:19 pm

“মা” দিবসে বস্ত্র ও খাবার বিতরণ

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় বিশ্ব “মা” দিবসে অবহেলিত ‘মা’দের মাঝে বস্ত্র ও খাবার বিতরণ করা হয়েছে

বিশ্ব মা দিবস উপলক্ষে রবিবার (৮ মে ২০২২) সকাল ১১ টায় পুনাক কুষ্টিয়া’র উদ্যোগে কুষ্টিয়া পুলিশ লাইন্সের পুনাক সম্মেলন কক্ষে অবহেলিত ও অসহায় “মা”দের মাঝে বস্ত্র ও উন্নতমানের খাবার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুনাক, কুষ্টিয়ার সভানেত্রী ও পুলিশ সুপার এর সহধর্মিণী দিলরুবা আলম। এসময় তিনি বলেন, “মা” শব্দটি উচ্চারিত হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের মানসপটে ভেসে ওঠে অসীম, চিরন্তন আত্মত্যাগ, ভালোবাসার এক মমতাময়ী প্রতিমূর্তি। মা দিবসে অন্তত তাদের পাশে দাঁড়াতে পেরে পুনাক গর্বিত।

এ সময় আরো উপস্থিত ছিলেন খায়রুন নেসা, সাধারণ সম্পাদিকা ও কোষাধ্যক্ষ, পুনাক, কুষ্টিয়া (সহধর্মিণী অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপস্), মোসাঃ মমিনা খানম, সাংস্কৃতিক সম্পাদিকা, পুনাক, কুষ্টিয়া (সহধর্মিণী অতিরিক্ত পুলিশ সুপার জেলা বিশেষ শাখা), আনিতা আশরাফী দিবা, দপ্তর সম্পাদিকা, পুনাক, কুষ্টিয়া ( সহধর্মিণী অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ), সহ জেলা পুলিশের সংশ্লিষ্ট নারী সদস্যবৃন্দ।
সমাজে অবহেলিত-অসহায় ৭০ জন “মা”দের মাঝে কুষ্টিয়া পুনাকের সভানেত্রী শাড়ী ও রান্না করা উন্নতমানের খাবার বিতরণ করে আপন মমতায় কাছে টেনে নিয়ে মানবতার হাত বাড়িয়ে দেন।

দৈনিক দেশতথ্য//এল//