মীর আনোয়ার হোসেন টুটুল, মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা:টাঙ্গাইলে বর্ষার শুরুতেই বিভিন্ন খাল, বিল, জলাশয় এবং নদীতে চলছে বিভিন্ন প্রজাতির মা মাছ ও মাছের পোনা নিধনের মহোৎসব। ক্যারেন্ট জালসহ মাছ ধরার বিভিন্ন উপকরন দিয়ে মা মাছ ও পোনা মাছ নিধন করা হচ্ছে। প্রশাসনের চোখের সামনে মা মাছ ও পোনা মাছ (ছোট ছোট মাছ) নিধন করা হলেও মৎস অধিদপ্তর ব্যবস্থা নিচ্ছেন না বলে অভিযোগ পাওয়া গেছে।
আজ রবিবার (১৯ জুন) মির্জাপুর উপজেলার কয়েকটি বিল ও জলাশয় ঘুরে দেখা দেখা গেছে, চায়না জাল, ক্যারেন্ট জালসহ বিভিন্ন উপকরন দিয়ে জেলেরা এবং সৌখিন মৎস জীবিরা মাছের পোনা নিধন করছে। মির্জাপুর পৌরসভা, উপজেলার ফতেপুর, মহেড়া, জামুর্কি, বানাইল, আনাইতারা, ওয়ার্শি, ভাতগ্রাম, বহুরিয়া, লতিফপুর, গোড়াই, আজগানা, তরফপুর ও বাঁশতৈল ইউনিয়নে রয়েছে বিভিন্ন জলাশয়, বিল ও খাল। এছাড়া উত্তরে বংশাই নদী এবং দক্ষিনে লৌহজং নদী রয়েছে। মাছের মধ্যে রয়েছে শিং, কই, টাকি, বোয়াল, পুঁটি, রুই, কাতল, পাবতা, আইর, শোলসহ নানা প্রজাতির। বর্ষা মৌসুম শুরু হওয়ার পর এলাকার বিল, খাল, জলাশয় এবং নদীতে মা মাছ পোনা দিতে শুরু করে।
জামুর্কি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডি এ মতিনসহ এলাকার অন্তত পাঁচজন ব্যক্তি অভিযোগ করেন, এলাকার জেলে এবং সৌখিন মৎস জীবিরা চয়না জাল, ক্যারেন্ট জালসহ মাধ ধরার বিভিন্ন উপকরন দিয়ে খাল বিল, জলাশয় এবং নদ নদীতে অবাধে মা মাছ এবং মাছের পোনা নিধন করে হাট বাজারে বিক্রি করছে। মৎস অধিদপ্তরের নজরদারী না থাকায় মা মাছ এবং মাছের পোনা শিকার করে বিক্রি হচ্ছে বলে তারা অভিযোগ করেছেন। এভাবে মাছের পোনা নিধন করা হলে মাছের ঘাটতি দেখা দিবে। এ বিষয়ে প্রশাসনের জরুরী পদক্ষেপ নেওয়ার জন্য তারা জোর দাবী জানিয়েছেন।
এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, মির্জাপুর উপজেলার পাশাপাশি টাঙ্গাইলের বাসাইল, সখিপুর, দেলদুয়ার, নাগরপুর, ভূয়াপুর, কালিহাতি, ঘাটাইলসহ প্রতিটি উপজেলাতেই অসাধু চক্র একই ভাবে মা মাছ এবং মাছের পোনা শিকার করে হাট বাজারে বিক্রি হচ্ছে।
এ ব্যাপারে সহকারী মৎস কর্মকর্তা মো. গিয়াস উদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিভিন্ন এলাকায় মা মাছ এবং মাছের পোনা শিকার করে একটি অসাধু চক্র হাট বাজারে বিক্রি করছে বলে তাদের কাছে অভিযোগ এসেছে। ইতিপুর্বে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে চায়না জালসহ কয়েকজনকে আটক করে জরিমানা এবং জাল পুড়িয়ে দেওয়া হয়েছিল। অল্প দিনের মধ্যেই বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হবে বলে তিনি উল্লেখ করেন।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post