Print Date & Time : 22 August 2025 Friday 1:29 pm

মা হচ্ছেন সোনম কাপুর


বিনোদন ডেস্ক:
অভিনয় ও ফ্যাশনেবল পোশাকে দর্শকদের চোখ ধাঁধিয়ে দেওয়া বলিউড অভিনেত্রী সোনম কাপুর মা হচ্ছেন। সোমবার (২১ মার্চ) সোশ্যাল মিডিয়ায় বেবি বাম্পের ছবি প্রকাশ করে নেটিজেনদের সুখবরটি জানান নায়িকা।

ছবিতে দেখা যায়, স্বামী আনন্দ আহুজার কোলে মাথা রেখে শুয়ে আছেন সোনম। বেবি বাম্পের ওপর নিজের হাত রেখে ক্যামেরায় পোজ দিয়েছেন ‘নীরজা’ খ্যাত এই অভিনেত্রী।

ক্যাপশনে লিখেছেন, ‘চারটি হাত, সেরাটা দিয়ে তোমাকে বড় করবে। দুটি হৃদয়, যা তোমার প্রতিটি পদক্ষেপে এক হবে। একটি পরিবার, যারা তোমাকে ভালোবেসে পাশে থাকবে। তোমাকে স্বাগত জানানোর জন্য অপেক্ষা করতে পারছি না।’

সন্তানের জন্মের সময়ের ইঙ্গিত দিয়ে হ্যাশ ট্যাগে এ অভিনেত্রী লিখেন, ‘আমার প্রতিটি দিন অসাধারণ কাটছে। বছরের শেষ দিকেই আসছে সে।’ সোনমের সেই পোস্টে বলিউড তারকা থেকে শুরু করে নেটজনতার শুভেচ্ছাবার্তায় ভরে ওঠেছে।

প্রসঙ্গত, ২০১৮ সালে ব্যবসায়ী আনন্দ আহুজার সঙ্গে গাঁটছাড়া বেঁধেছেন সোনম। বিয়ের পর থেকে বেশির ভাগ সময় লন্ডনেই থাকেন এই দম্পতি। অবশেষে তাদের ঘর আলো করে আসছে প্রথম সন্তান।

দৈনিক দেশতথ্য//এল//