Print Date & Time : 21 August 2025 Thursday 12:07 pm

মিজানুর রহমানের ২য় মৃত্যু বার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়া ডায়াবেটিক সমিতি মুজিবুর রহমান মেমোরিয়াল ডায়াবেটিক হাসপাতালের প্রতিষ্ঠাতা, কুষ্টিয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এবং রোটারি ক্লাবের সাবেক প্রেসিডেন্ট মিজানুর রহমানের ২য় মৃত্যু বার্ষিকী আজ। ২০২০ সালের ২০ মার্চ শুক্রবার সকাল ৯টায় হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। এদিকে মৃত্যু বার্ষিকী উপলক্ষে কুষ্টিয়া ডায়াবেটিক সমিতির উদ্যেগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। আজ রবিবার সকাল সাড়ে ৯টায় মুজিবুর রহমান মেমোরিয়াল ডায়াবেটিক হাসপাতালে এ আলোচনা সভা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন জেলার গন্যমান্য ব্যাক্তিবর্গ। উক্ত অনুষ্ঠানে সকলকে উপস্থিত হওয়ার আহবান জানিয়েছেন কুষ্টিয়া ডায়াবেটিক সমিতির সভাপতি মতিউর রহমান লাল্টু, মরহুমের সন্তান কুষ্টিয়া ডায়াবেটিক সমিতি সিনিয়র সহ-সভাপতি সাইদুর রহমান এ্যালেন ও মরহুমের সন্তান কুষ্টিয়া ডায়াবেটিক সমিতি সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান টর্লিন। এছাড়া মরহুমের বাসভবনে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি।

দৈনিক দেশতথ্য//এল//