Print Date & Time : 23 April 2025 Wednesday 1:17 pm

মিজানুর হত্যা মামলার আসামির আমৃত্যু কারাদন্ড

শেখ সুদীপ্ত শাহীন, লালমনিরহাট : রবিবার দুপুরে লালমনিরহাটের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মিজানুর রহমান হত্যা মামলার আসামি এরশাদ হোসেন (৩০) কে আমৃত্যু কারাদন্ডের সাজা দিয়েছে।

সাজাপ্রাপ্ত আসামি সদর উপজেলার মোগলহাট বুনকা গ্রামের নুরজামালের ছেলে।

জানা গেছে, পূর্বশত্রুতার জের ধরে ২০১৮ সালের ২৬ অক্টোবর সদর উপজেলার বুমকা গ্রামের এরশাদ আলী তার চাচাতো ভাই হাবিবুর রহমানকে ধরলা নদীর পাড়ে ডেকে নিয়ে যায়। সেখানে হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে নির্মমভাবে হত্যা করে।

এ ঘটনায় সদর থানায় মামলা হয়। দীর্ঘ সাক্ষ্য-প্রমাণ শেষে বিচারক আসামিকে যাবজ্জীবন কারাদন্ড (আমৃত্যু) ও ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও এক বছর কারাদন্ড আদেশ দেয়। রায়ের পর্যবেক্ষণে এ যাবজ্জীবন কারাদন্ডাদেশ আমৃত্যু হিসেবে বিবেচিত হবে বলে রায়ে উল্লেখ করেন বিচারক।
লালমনিরহাট আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আকমল হোসেন আহমেদ রায়ের বিষয়টি নিশ্চিত করেছে।

দৈনিক দেশতথ্য//এসএইচ//