আইসিএমএবি বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড অনুষ্ঠানের মিট দ্যা প্রেস এ ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) এর প্রেসিডেন্ট মো. মামুনুর রশিদ এফসিএমএ অ্যাওয়ার্ড বিষয়ে বক্তব্য দেন।
সোমবার দুপুরে রাজধানীর ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম -সিএমজেএফ অডিটরিয়ামে সংবাদিকদের সামনে অ্যাওয়ার্ড কমিটির চেয়ারম্যান মো.আব্দুল আজিজ এফসিএমএ ও বক্তব্য তুলে ধরেন।
ইনস্টিটিউট বিভিন্ন সেক্টরে সেরা পারফরম্যান্সকারী কোম্পানিকে স্বীকৃতি দিতে “আইসিএমএবি বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড-২০২১” বৃহস্পতিবার ১লা ডিসেম্বর আয়োজন করা হচ্ছে। বাণিজ্যমন্ত্রী জনাব টিপু মুনশি এমপি, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অ্যাওয়ার্ড বিতরণ করার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।
১৭টি ক্যাটাগরীতে অ্যাওয়ার্ড দেওয়া হবে। যথা- নাশনালাইজ কমার্শিয়াল ব্যাংক, প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক, প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক (ইসলামিক অপারেশন); নন-ব্যাংক ফাইনান্সিয়াল ইন্সটিটিউশন; সাধারণ বীমা; জীবনবীমা; ফার্মাসিউটিক্যালস; সিমেন্ট; টেক্সটাইল; বহুজাতিক কোম্পানি; অন্যান্য ম্যানুফ্যাকচারিং; বিদ্যুৎ উৎপাদন; তেল, গ্যাস ও শক্তি; এনজিও; কৃষি ও খাদ্য প্রক্রিয়াকরণ; ট্রেডিং এন্ড অ্যাসেম্বলী এবং আইটি ও টেলিকমিউনিকেশন।
অনুষ্ঠানে বক্তব্য দেন ইনস্টিটিউটের সেক্রেটারি জনাব একেএম কামরুজ্জামান এফসিএমএ, কোষাধ্যক্ষ জনাব মো. আলী হায়দার চৌধুরী এফসিএমএ, সাফা উপদেষ্টা ও প্রাক্তন সাফা প্রেসিডেন্ট জনাব একেএম দেলোয়ার হোসেন এফসিএম।
দৈনিক দেশতথ্য//এসএইচ//