গৌরাঙ্গ লাল দাস,কোটালীপাড়া (গোপালগঞ্জ) : গোপালগঞ্জের কোটালীপাড়া পৌরসভার প্যানেল মেয়র মিজানুর রহমান মিঠু কোটালীপাড়া পাবলিক ইনস্টিটিউশনের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন।
বুধবার বিকেলে উপজেলার কোটালীপাড়া পাবলিক ইনস্টিটিউশনের হলরুমে ম্যানেজিং কমিটির সদস্যদের জরুরী সভায় সর্বসম্মতিক্রমে মিজানুর রহমান মিঠুকে সভাপতি নির্বাচিত করা হয়।
এ সময় উপজেলা একাডেমিক সুপারভাইজার জসীম উদ্দিন, কোটালীপাড়া পাবলিক ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক সুরেশ চন্দ্র দাস, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য আশরাফুজ্জামান ঝন্টু, রতন কুমার আচার্য, খালিদ হাসান লিটু, ফতেমা খানমসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আর//দৈনিক দেশতথ্য//২১ জুলাই-২০২২//