Print Date & Time : 5 July 2025 Saturday 3:10 am

মিথ্যাচার দিয়ে বিএনপির উৎপত্তি: এমপি হানিফ

মিথ্যাচারের মধ্য দিয়ে বিএনপি’র উৎপত্তি এবং মিথ্যাচার দিয়ে এ দেশের মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করাই এই দলের মূল কাজ। বিএনপি নেতা মমিনুল হক কানাডায় বসে টাকার বিনিময়ে বেগম খালেদা জিয়াকে ‘মাদার্স অফ ডেমোক্রেসি ‘ নামের যে উপাধিতে ভূষিত করেছে। সেটি  বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে।

মির্জা ফখরুলের মতো নির্লজ্জ ব্যক্তিরা মিথ্যাচার করে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করতে গিয়েছিলেন। এই দলের কোনো ব্যক্তি বা এই দলের প্রতি দেশের  সাধারন জনগণের কোনো আগ্রহ নেই। তিনি গতকাল সকাল ১১ টায় কুষ্টিয়ার নবনির্মিত আন্তর্জাতিক মানের আধুনিক শিল্পকলা পরিদর্শন করেছেন। এ সময় বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ একথা বলেন। তার সাথে উপস্থিত ছিলেন শিল্পকলার মহাপরিচালক লিয়াকত আলী লাকী।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন আওয়ামী লীগ গণ মানুষের দল এবং আওয়ামী লীগের  ইতিহাস জনগণের অধিকার আদায়ের ইতিহাস। মুক্তিযোদ্ধা ও স্বাধীনতা যা কিছু অর্জন হয়েছে সবই আওয়ামী লীগের মাধ্যমে হয়েছে। তিনি আরো বলেন আওয়ামী লীগ সব সময় জনগণের রায় নিয়ে পথ চলেছে। জনগণের সাথে এই দলের নিবিড় সম্পর্ক রয়েছে। আগামী নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে কিনা সেটা একান্তই তাদের ব্যাপার। নির্বাচন কমিশনের সার্চ কমিটিতে তাদের অংশগ্রহণ না করা টাই হবে বিএনপির  বুদ্ধিহীনতার কাজ। নিজ দলের সাংগঠনিক অবস্থা নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন আগামী ডিসেম্বরের মধ্যেই সকল জেলা এবং উপজেলার মেয়াদ উত্তীর্ণ কমিটিগুলোকে কাউন্সিলের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটিতে রুপ দেওয়া হবে।