হাটহাজারীতে মিথ্যা মামলা দাযের করার দায়ে রহিমা আক্তার (৪৫)নামের এক মহিলাকে ৫ বছরের সশ্রম কারাদন্ড ও ১,০০,০০০/-টাকা জরিমানা প্রদান করেছেন বিজ্ঞ আদালত।
রবিবার (৩০ অক্টোবর) বিকালের দিকে হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মো.রুহুল আমিন সবুজ এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশের হাতে আটক হয়ে বর্তমানে কারাগারে থাকা রহিমা আক্তার হাটহাজারী থানার ১৪নং শিকারপুর ইউপির বাথুয়া এলাকার বড় বাড়িস্থ মৃত আবুল খায়েরের কন্যা।
জানা যায়, আটক আসামী রহিমা আক্তার গত ২০১১ সালে বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল আদালত-৩ এ হাটহাজারী থানার শিকারপুর ইউনিয়নের বাথুয়ার মৃত খায়ের আহমেদের পুত্র আবদুল হান্নানের এর বিরুদ্ধে নারী ও শিশু মামলা নং-৮৩৭/১১ মূলে ধর্ষন মামলা দায়ের করেন।
পরবর্তীতে বিজ্ঞ আদালত মামলার ঘটনার সত্যতা না পাওয়ায় বিগত ২০১৩ সালের এপ্রিল মাসের ১০ তারিখ বুধবার মামলার বাদী রহিমা আক্তারকে মিথ্যা মামলা দায়েরের জন্য ০৫বছরের সশ্রম কারাদন্ড ও ১,০০,০০০/-টাকা জরিমানা প্রদান করেন।
এদিকে রায় ঘোষণার পর থেকে আসামি রহিমা আক্তার গ্রেফতার এড়াতে আত্নগোপনে চলে যায়। অবশেষে দীর্ঘ নয় বছর পর হাটহাজারী মডেল থানার ওসি মো.রুহুল আমিন সবুজের দিক নির্দেশনায় এসআই ইরফান উদ্দিন রাজীব ও এএসআই আবু তাহের, নারী কনস্টেবলসহ সঙ্গীয় পুলিশ ফোর্স কর্তৃক বিশেষ অভিযান চালিয়ে ০৫ বছরের সাজা প্রাপ্ত গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী রহিমা আক্তারকে তার বসত বাড়ি থেকে আটক করতে সক্ষম হয় পুলিশ।
হাটহাজারী মডেল থানার ওসি মো.রুহুল আমিন সবুজ আটকের ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের জানান, আটক আসামীকে পুলিশ এস্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এবি//দৈনিক দেশতথ্য//অক্টোবর ৩১,২০২২//

Discussion about this post