Print Date & Time : 23 August 2025 Saturday 12:49 am

মিরপুরের চারুলিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধ দম্পত্তিকে মারধর

কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলাধীন চারুলিয়া এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধ দম্পত্তির উপর হামলা চালিয়েছে ওই এলাকার হাসান প্রামাণিক গং। এ ঘটনায় মারাত্মক আহতাবস্থায় মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।

হামলার শিকার বৃদ্ধ দম্পত্তির ছেলে আশরাফুল ইসলাম বাদী হয়ে মিরপুর থানায় একটি এজাহার দায়ের করেছেন। এজাহার সূত্রে জানা যায়, মিরপুর উপজেলাধীন চারুলিয়া গ্রামের নায়েব আলী (৫০)’র স্ত্রী মালা খাতুন (৪০) গত ৩১ ডিসেম্বর বেলা ১১টার সময় তার নিজের বাড়ীর পিছনে ফাঁকা মাঠে রোদ্রে গোবর মুঠি দেয়। এসময় এজাহারের ৩নং আসামী হাসান প্রামাণিকের ছেলে ইজাজ প্রামাণিক এর সাথে মালা খাতুনের কথা কাটাকাটি হয়।

এর জের ধরে সেদিন-ই বেলা ২টার দিকে একই এলাকার মৃত আক্কেল প্রামানিকের ছেলে এজাহারের ১নং আসামী হাসান প্রামাণিক (৬৫) ও ২নং আসামী দেলবার প্রামানিক (৫৫), ৩নং আসামী হাসান প্রামানিকের ছেলে ইজাজ প্রামানিক (২৫), ৪নং আসামী দেলবার প্রামানিকের ছেলে হামজা প্রামানিক (২৭) ও ৫নং আসামী খয়বার প্রামানিকের ছেলে আজিম প্রামানিক (৩০) দলবদ্ধ হয়ে মালা খাতুনের স্বামী নায়েব আলীর মুদি দোকানের সামনে গিয়ে মালা খাতুনের নাম ধরে বিভিন্ন অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকে। এসময় নায়েব আলী তাদের গালিগালাজ করতে নিষেধ করলে ১নং আসামীর নির্দেশে বাকী আসামীরা নায়েব আলীকে লোহার রড, বাঁশের লাঠি, কাঠের বাটাম দিয়ে বেধড়ক মারপিট করতে থাকে। এসময় নায়েব আলীর কান ও কানের আশপাশ দিয়ে প্রচুর রক্তক্ষরণ হয়। এছাড়া তার শরীরের বিভিন্ন অংশে ফোলা কালশিরা জখম হয়। এসময় নায়েব আলীর স্ত্রী মালা খাতুন ঠেকাইতে আসলে তাকেও চুলের মুঠি ধরে ফেলে দিয়ে বেধড়ক মারপিট করা হয়। এসময় আসামীগণ মালা খাতুনকে শ্লীতহানির মতো ঘটনাও ঘটায়। এজাহার সূত্রে আরো জানা যায়, হামলার সময় আসামীগণ হামলার শিকার হওয়া নায়েব আলীর মুদি দোকান থেকে বেশ কিছু নগদ টাকা ছিনিয়ে নেয়। হামলার শিকার হওয়া নায়েব আলী ও তার স্ত্রীর আত্মচিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাদের উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
হামলার শিকার হওয়া দম্পত্তির ছেলে আশরাফুল ইসলাম বলেন, হামলাকারীরা এলাকার প্রভাবশালী। তারা এলাকার নিরীহ মানুষদের উপর বিভিন্ন ভাবে নির্যাতন করে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমার বাবা-মাকে বেধড়ক মারপিট করেছে। আমি হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

মিরপুর থানার অফিসার ইনচার্জ এর সাথে কথা হলে তিনি বলেন, বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

খালিদ সাইফুল / দৈনিক দেশতথ্য/ ১ জানুয়ারি ২০২৩