কুষ্টিয়া : কুষ্টিয়ার মিরপুর উপজেলায় জাটকা সংরক্ষণ অভিযানে তিন হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে তা আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।
শনিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে পদ্না নদীতে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে প্রায় তিন হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে জনসমক্ষে এসব জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল ইসলামের নেতৃত্বে এ অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা এবং মিরপুর থানা পুলিশের সদস্যরা অংশ করে।
অভিযান প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল ইসলাম বলেন, “জাটকা ইলিশ সংরক্ষণের লক্ষ্যে ৮ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত পদ্মা নদীতে আমরা কঠোরভাবে অভিযান পরিচালনা করছি। এরই ধারাবাহিকতায় পদ্মা নদীতে আমাদের একটি চৌকস দল বিপুল পরিমাণ অবৈধ জাল উদ্ধার করে আগুনে পুড়িয়ে বিনষ্ট করেছে।”
জনস্বার্থে প্রশাসনের এমন অভিযান অব্যাহত রয়েছে উল্লেখ করে তিনি আরও জানান, জাটকা সংরক্ষণের এই কার্যক্রম অব্যাহত থাকবে এবং এ ধরনের অবৈধ কার্যক্রমে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এছাড়াও ইউএনও আরও বলেন, পহেলা বৈশাখে ইলিশ খাওয়ার প্রচলন থাকলেও এসময়ে যেকোন ধরনের ইলিশ মাছ ধরা দণ্ডনীয় অপরাধ। সুতরাং, পহেলা বৈশাখ উপলক্ষে ইলিশ মাছ না খাওয়ার জন্য বিনীত অনুরোধ করা হলো।

Discussion about this post