Print Date & Time : 4 July 2025 Friday 6:31 pm

মিরপুরে ডা. জহুরুল ইসলাম ফাউন্ডেশনের বস্ত্র ও খাদ্য বিতরণ

“আপনার সন্তানকে লেখাপড়ায় মনোযোগী করুন এবং মাদক থেকে দূরে রাখুন” কুষ্টিয়ার মিরপুরের বুরাপাড়ায় ডা. জহুরুল ইসলাম ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় অসচ্ছল মানুষের মাঝে বস্ত্র ও খাদ্য বিতরণ করা হয়েছে।

শনিবার বিকালে উপজেলার আমলা ইউনিয়নের বুরাপাড়া-মিটন মাধ্যমিক বিদ্যালয় হলরুমে অসহায় অস্বচ্ছল মানুষের মাঝে বস্ত্র ও খাদ্য বিতরণ করা হয়।

জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য, উপজেলা জাসদের সাধারন সম্পাদক ও ডা. জহুরুল ইসলাম ফাউন্ডেশনের সভাপতি আহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী, প্রকৌশলী আব্দুল আলিম, হাজী নুরুল ইসলাম কলেজের অধ্যক্ষ শরিফুল ইসলাম, বুরাপাড়া-মিটন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল বারেক, শ্রীরামপুর মোজাদ্দেদীয়া দাখিল মাদরাসার সহকারী শিক্ষক মাওলানা মোঃ আনিছুর রহমান বাদশা, আমলা ইউনিয়ন পরিষদের মেম্বার রেজাউল হক তুফান, বুরাপাড়া-মিটন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলাউদ্দিন, আনারুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন, বুরাপাড়া-মিটন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মহিবুল ইসলাম। অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন, বুরাপাড়া জামে মসজিদের পেশ ইমাম মাওলানা খায়ের উদ্দিন।

খালিদ সাইফুল,দৈনিক দেশতথ্য ,২১ জানুয়ারি ২০২৩