Print Date & Time : 31 July 2025 Thursday 1:48 pm

মিরপুরের সর্বজন শ্রদ্ধেয় প্রধান শিক্ষক বাবু সন্তোষ কুমার দে পরলোকে

মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: মিরপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও নির্বাচিত সাদা মনের মানুষ বাবু সন্তোষ কুমার দে (৮৫) পরলোকগমন করেছেন। সোমবার  দুপুর ২টা ৫৫ মিনিটে মিরপুর পৌরসভার ৯ নং ওয়ার্ডের খন্দকবাড়ীয়া গ্রামের নিজ বাড়ি শরৎ কুঠিরে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

তিনি পুত্র কন্যা নাতি নাতনিসহ অসংখ্য গুণাগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যু সংবাদ প্রচারের পরপরই এলাকায় শোকের ছায়া নেমে আসে। সর্বস্তরের মানুষ তাঁর শরৎ কুঠিরে গিয়ে শেষ শ্রদ্ধা নিবেদন করেন। সোমবার রাত টায় মিরপুরস্থ হাতিগাড়া পৌর মহাস্মশানে তার শেষকৃত্য অনুষ্ঠিত হয়।

তিন প্রজন্মের এই শিক্ষক অনেক বাবা ছেলে নাতীকে শিক্ষার আলো দিয়েছেন। এলাকায় তিনি ছিলেন সর্বজন শ্রদ্ধেয় মানুষ। তাঁর মৃত্যুর মধ্য দিয়ে চিরতরে নিভে গেল একটি চলন্ত লাইব্রেরীর আলো।