কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের বেলগাছী ও আহম্মদপুর গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে গিয়ে দাঁড়ালেন কুষ্টিয়া নাগরিক কমিটির সভাপতি ও কুষ্টিয়া মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ (মিরপুর-ভেড়ামারা) আসনের সংসদ সদস্য প্রার্থী ডা: এসএম মোস্তানজীদ।
শনিবার সকালে তিনি অগ্নিকাণ্ডের ক্ষতিগ্রস্ত ঘটনাস্থল পরিদর্শন করে অসহায় পরিবারকে আপাতত খাদ্য সহায়তা প্রদান করেন।
এ সময় জেলা পরিষদের সদস্য আলহাজ্ব মহাম্মদ আলী জোয়ার্দ্দার, বারুইপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডাঃ শফিকুল ইসলাম মন্টু, প্রেসক্লাবের সভাপতি বাবলু রঞ্জন বিশ্বাস, আলো সংস্থা নির্বাহী পরিচালক ফিরোজ আহাম্মেদ, আরোহী সংস্থার সাবেক নির্বাহী পরিচালক হোসেন শহীদ সরোয়ার্দী ফেমাস, পোড়াদহ ইউনিয়ন পরিষদের সদস্য দেলোয়ার হোসেন দুলাল, শাহ আলম, বারুইপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য মাসুম বিশ্বাস, আসলাম হোসেন, সেতু এনজিওর সাবেক সভাপতি ওমর আলী, ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন বিশ্বাস, সহ-সভাপতি শাহাজাহান আলী বিশ্বাস, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক শাহিন আলীসহ স্থানীয় গণমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এবি//দৈনিক দেশতথ্য//এপ্রিল ১৫,২০২৩//

Discussion about this post