কুষ্টিয়ার মিরপুরে অটি অটিজম ও নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধিতা বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
ন্যাশনাল একাডেমি ফর অটিজম এন্ড নিউরো-ডেভেলপমেন্টাল ডিজএ্যাবিলিটিজ (এনএএএনডি) এবং শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের যৌথ উদ্যোগে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের বাস্তবায়নে বুধবার (২৫ মে)সকালে উপজেলা মিলনায়তনে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিন বলেন, অটিজম শিশুদের আত্মনির্ভশীল করে গড়ে তোলা ও তাদেরকে শিক্ষার মুলধারায় সম্পৃক্তকরণের বিকল্প নেই। অটিজম জনগোষ্ঠিকে ব্যাতিরেখে দেশের উন্নয়ন সম্ভব নয়। তাই দেশের উন্নয়নকে ত্বরান্বিত করতে অটিজম জনগোষ্ঠিকে উন্নয়নের মুলস্রোতধারায় সম্পৃক্ত করতে হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাদেরের সভাপতিত্বে অননুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আবুল কাশেম জোয়ার্দ্দার, মর্জিনা খাতুন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার নজরুল করিম, আফতাব উদ্দিন খান, চিথলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন পিস্তুল, ছাতিয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন।
শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জুলফিকার হায়দার।
দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ পিয়ুষ কুমার সাহা, কুষ্টিয়া সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ফিরোজুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জামশেদ আলী প্রমুখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হোসনে মোবারক।
কর্মশালায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক ও সাংবাদিকবৃন্দ অংশ নেন।
আর//দৈনিক দেশতথ্য//২৫ মে-২০২২//

Discussion about this post