নিজস্ব প্রতিনিধি: কুষ্টিয়া জেলার মিরপুর থানা পুলিশের তৎপর অভিযানে অপহরণ ও চাঁদাবাজির মামলায় এজাহারনামীয় তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামিদের আজ আদালতে সোপর্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন: ১। মোঃ পিয়ারুল ওরফে পিরজ (৪৫), পিতা—ইমান আলী, সাং—হরিপুর, থানা—কুষ্টিয়া সদর
২। মোঃ ফারুক হোসেন (৪৫), পিতা—মৃত ময়েন উদ্দিন, সাং—হিজলাকর, থানা—কুমারখালী ৩। মোঃ ফারুক হোসেন (৪৫), পিতা—আব্দুল গনি, সাং—বারখাদা, থানা—কুষ্টিয়া সদর
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১১ জুলাই রাত আনুমানিক ৯টার দিকে রানাখড়িয়া গ্রামের কদমতলা মোড়ে সাইফুল কবিরাজের অফিসের পাশে বসা অবস্থায় ভুক্তভোগী মোঃ মিজানুর রহমানকে অপহরণ করা হয়। আসামিরা দুটি মোটরসাইকেলযোগে এসে তাকে জোরপূর্বক কুষ্টিয়া সদর থানাধীন হরিপুর গ্রামে একটি বাড়িতে নিয়ে গিয়ে হাত-পা বেঁধে আটকে রাখে।
পরবর্তীতে ভুক্তভোগীর মোবাইল ফোন ব্যবহার করে তার ভাই মোঃ শাহারুল ইসলামের কাছে ২০ লক্ষ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ভুক্তভোগীর গলায় রশি পেঁচিয়ে ভয়ভীতি প্রদর্শন করে আসামিরা।
পরিবারের পক্ষ থেকে বিষয়টি মিরপুর থানা পুলিশকে জানানো হলে, পুলিশ পূর্ব প্রস্তুতি নিয়ে ১৩ জুলাই সন্ধ্যায় ভুক্তভোগীকে উদ্ধার এবং এজাহারভুক্ত তিন আসামিকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করে।
ভুক্তভোগীকে প্রাথমিক চিকিৎসার জন্য মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিদের কাছ থেকে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।