Print Date & Time : 4 May 2025 Sunday 1:43 am

মিরপুরে অবাধে ফসলি জমির মাটি কেটে বিক্রি

কুষ্টিয়ার মিরপুরে অবাধে ফসলি জমির মাটি কেটে বিক্রি অভিযোগ পাওয়া গেছে। ফলে উপজেলার ৩টি গ্রামের বসত বাড়ী, আবাদি জমি ও পল্লী বিদ্যুতের জাতীয় সঞ্চালনের লাইনের পোলসহ বিভিন্ন স্থাপনা হুমকীর মুখে পড়েছে।

এলাকাবাসী সূত্রে জানায় উপজেলার বহলবাড়ীয়া ইউনিয়নের পদ্মনদী সংলগ্ন মুন্সিপাড়া থেকে নওদাখাদিমপুর সাহেবনগর চর পর্যন্ত একটি সংঘবদ্ধচক্র প্রায় ৫ থেকে ৭ কিলোমিটার ফসলি জমির মাটি কেটে এলাকার ইটভাটাসহ বিভিন্ন স্থানে বিক্রয় করছে। নওদাখাদিমপুর গ্রামের আলী প্রামানিকের ছেলে উজ্জল মেম্বর, আব্দুর রশিদের ছেলে তুফান, মৃত সাকের আলী সরদারের ছেলে আতিয়ার রহমান সরদারের নেতৃত্বে একটি চক্র ৭টি এস্কেভেটর দিয়ে শত শত ড্রাম ট্রাকে ওই মাটি বিক্রয় করছে। এতে ওই ইউনিয়নের নওদাখাদিমপুর, সাহেবনগর ও মুন্সিপাড়া গ্রামের বসত বাড়ী, আবাদি জমি, পল্লী বিদ্যুতের জাতীয় সঞ্চালনের লাইনের পোলসহ বিভিন্ন স্থাপনা হুমকীর মুখে পড়েছে। যে কোন সময় পল্লী বিদ্যুতের জাতীয় সঞ্চালনের লাইনের পোল, ঘর-বাড়ি ও আবাদি জমি পদ্মনদীর গর্ভে বিলিন হতে পারে। এ থেকে পরিত্রান পেতে এলাকাবাসী কর্তৃপক্ষে আশু হস্তক্ষেপ কামনা করেছে।