Print Date & Time : 23 September 2025 Tuesday 12:23 am

মিরপুরে অবৈধ কারেন্ট জাল জব্দ

মারফত আফ্রিদী, মিরপুর:
কুষ্টিয়ার মিরপুর উপজেলার মাজিহাট ব্রীজ হতে নলডাঙ্গা ষ্টীল ব্রীজ পর্যন্ত ও ক্যানালপাড়া এলাকা থেকে অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে পুড়িয়ে দেয়া হয়েছে।

সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার নাজমুল ইসলাম এর নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে ২৯টি চায়না দুয়ারী জাল জব্দ করে মাজিহাট পুলিশ ফাড়ির পুলিশ সদস্যদের উপস্থিতিতে আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়। যার আনুমানিক মূল্য ৯০ হাজার টাকা।
এসময় উপজেলা মৎস্য অফিসার আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার নাজমুল ইসলাম বলেন, “অবৈধ চায়না দুয়ারী কারেন্ট জাল মাছের প্রজনন বাধাগ্রস্ত করে এবং মাছের রেণু পোনা ধ্বংস করে দেয়, যা নদী ও জলজ জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি। সরকার মাছের উৎপাদন বৃদ্ধি ও বিলুপ্তপ্রায় দেশীয় প্রজাতি রক্ষায় কঠোর পদক্ষেপ নিয়েছে। উপজেলার সব জায়গাতেই নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। জনগণের সহযোগিতা পেলে এ ধরনের অবৈধ জাল পুরোপুরি নির্মূল করা সম্ভব হবে। “চায়না দুয়ারী জাল ধ্বংসের ফলে নদী, নালা, খাল, বিলে মাছের প্রজনন ক্ষেত্রে রক্ষা পাবে এবং দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি পাবে বলে আশা করছেন তিনি।