মারফত আফ্রিদী, মিরপুর:
কুষ্টিয়ার মিরপুরে বিভিন্ন খাল বিল থেকে অবৈধ চায়না দুয়ারী, কারেন্ট জাল ও বেহুন্দি জাল জব্দ করে পুড়িয়ে দেয়া হয়েছে।
শনিবার উপজেলা নির্বাহী অফিসার নাজমুল ইসলাম কুষ্টিয়া-মেহেরপুর সড়কের নিমতলা এলাকার খাল-বিল থেকে এ অবৈধ জাল জব্দ করে আগুন দিয়ে পুড়িয়ে দেন।
তিনি জানান, মৎস্য সম্পদ সুরক্ষা আমাদের সকলের নাগরিক দায়িত্ব। অত্যন্ত পরিতাপের বিষয়, মিরপুর উপজেলার গুটিকয়েক মানুষ সামান্য কিছু অর্থের লোভে বিভিন্ন নদী নালা খাল বিলে চায়না দুয়ারি, কারেন্ট জাল ও বেহুন্দি জাল দিয়ে ছোট ছোট অপরিণত মাছ ধরছে; যা মৎস্য সম্পদের জন্য মারাত্মক ক্ষতিকর ও আইনত দন্ডনীয় অপরাধ। মৎস্য সম্পদ সুরক্ষা ও সংরক্ষণ আইন অনুযায়ী, উক্ত অপরাধে ন্যূনতম ১ বছরের কারাদন্ড ও ৫ লক্ষ টাকা অর্থ দন্ডের বিধান রয়েছে। যারা নদী নালা খাল বিলে নিষিদ্ধ জাল দিয়ে মাছ ধরে মৎস্য সম্পদের ক্ষতি করছে তাদের বিরুদ্ধে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য তিনি উদাত্ত আহ্বান জানান।