মিরপুর (কুষ্টিয়া) সংবাদদাতা।। কুষ্টিয়ার মিরপুরে পরিত্যক্ত অবস্থায় ৩ রাউণ্ড গুলিসহ ১টি চাইনা পিস্তল উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৭ জুলাই) সকালে মিরপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের স্থানীয় ইয়াকুবের ফাঁকা জমিতে পড়ে থাকা একটি কালো ব্যাগ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। খবর পেয়ে থানার এসআই শামীম সরদার ঘটনাস্থলে পৌছে ব্যাগটি থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করে।
মিরপুর অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা সত্যতা নিশ্চিত করে জানান, অস্ত্র ও গুলি পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে একটি ব্যাগের মধ্যে থেকে ১টি চাইনা পিস্তল ও ৩ রাউণ্ড গুলি পাওয়া যায়।
আর//দৈনিক দেশতথ্য//২৭ জুলাই-২০২২//