Print Date & Time : 11 July 2025 Friday 8:04 pm

মিরপুরে আওয়ামী-জাসদমুক্ত কমিটির দাবি ইউনিয়ন বিএনপির

কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়ার মিরপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে আওয়ামী-জাসদ নেতাকর্মীদের যুক্ত করে কমিটি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুর সাড়ে ১২টায় আমলা বাজারে উপজেলার ৭নং আমলা সদরপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোশারফ হোসেন মুশা এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ তুলে লিখিত বক্তব্য পাঠ করেন।

এসময় তিনি অভিযোগ করেন, গোপনে অস্বচ্ছ প্রক্রিয়ায় মনগড়া ভোটার তালিকার ভিত্তিতে ভোট প্রক্রিয়ায় পদ বানিজ্যের মাধ্যমে উপজেলা নেতৃবৃন্দের ইন্ধনে এভাবে প্রকৃত ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের বাদ দিয়ে ফ্যাসিবাদের দোসরদের নিয়ে এই কমিটি গঠনের চেষ্টা হচ্ছে। সদরপুর ইউনিয়ন বিএনপির কমিটি গঠন নিয়ে এমন বিতর্কের নিরসন করে প্রকৃত ত্যাগী নেতাকর্মীদের সম্পৃক্ত করে ভোটার তালিকা তৈরিসহ কমিটি গঠনের দাবি করেন। এসময় সেখানে ইউনিয়ন বিএনপির বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

তবে এবিষয়ে মিরপুর উপজেলা বিএনপির সদস্য সচিব রহমত আলী রব্বান বলেন, মিপুরপুর উপজেলার সবকয়টি ইউনিয়নে স্থানীয় নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে ফেয়ারলী নেতৃত্ব নির্ধারন করেই কমিটি গঠন করা হয়েছে। তবে এক্ষেত্রে কেউ সংক্ষুব্ধ হলে আমাদের সাথে কথা বলতে পারেন’।