Print Date & Time : 4 May 2025 Sunday 10:11 pm

মিরপুরে আওয়ামী লীগ ও জাসদের উদ্যোগে জাতীয় শোক দিবস

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকী ও ২১ আগষ্টের গ্রেনেট হামলার শহীদের আত্নার শান্তি কামনায় আলোচনা সভা-দোয়া মাহফিল করা হয়েছে।

মিরপুর উপজেলার চিথলিয়া ইউনিয়ন আওয়ামীলীগ ও জাসদের ষৌথ আয়োজনে সোমবার (২১ আগষ্ট২০২৩) বাদ যোহর হতে মাগরিব পর্যন্ত মহিষাখোলা মজলিমপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে শোকসভা করা হয়। চিথলিয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি আব্দুর রহমান জিয়ার সভাপতিত্বে ও চিথলিয়া ইউনিয়ন জাসদের প্রচার ও প্রকাশনা সম্পাদক রবিউল করিমের পরিচালনায়, আলোচনা সভার প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি খায়রুল আলম, প্রধান আলোচক ছিলেন চিথলিয়া ইউনিয়ন জাসদের সভাপতি হাবিবুর রহমান হাবিব, প্রধান বক্তা ছিলেন উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান গিয়াস উদ্দিন পিস্তুল। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুক, চিথলিয়া ইউপি ১ নং ওয়ার্ড মেম্বার আব্দুস সামাদ, চিথলিয়া ইউপি ৩ নং ওয়ার্ড মেম্বার মিজানুর রহমান মিজান, চিথলিয়া ইউনিয়ন জাসদের সাধারণ সম্পাদক আশরাফুল হক লাল্টু, ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেম্বার তফের আলী, চিথলিয়া ইউপি আওয়ামী লীগের সহ-সভাপতি  হাফিুজুর রহমান, আব্দুর বাতেন পুনা।

বক্তব্য প্রদান করেন ২ নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের সভাপতি লালন আলী, ইউপি জাসদের সাংগঠনিক সম্পাদক ফকরুল ইসলাম, ইউপি জাসদের গণ-সংযোগ বিষয়ক সম্পাদক সাইদুল ইসলাম, ১ ওয়ার্ড জাসদ সভাপতি রাশিদুল ইসলাম, ২ নং ওয়ার্ড সভাপতি জামাল মোল্লা, ৩ নং ওয়ার্ড জাসদের সাধারণ সম্পাদক আঃ হাশেম। এসময় উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ ও জাসদসহ উভয় দলের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শোকসভা শেষে দোয়া মোনাজাত এবং ত্ববারক বিতরণ করেন।

এবি//দৈনিক দেশতথ্য//আগস্ট ২১,২০২৩//