কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের বেলগাছী গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন ইয়াসিন মাহমুদা স্মৃতি পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ডা: ইফতেখার মাহমুদ।
বসতবাড়ি আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে এমন খবর শুনে বৃহস্পতিবার সকালে তিনি বেলগাছী গ্রামে ছুটে যান। এসময় একেবারেই মাথা গোঁজার ঠাঁই হারিয়ে যাওয়া পরিবারের মাঝে ঘর তোলার জন্য ঢেউটিনসহ শিশু ও বয়স্কদের জন্য নতুন পোশাক এবং খাদ্য সামগ্রী তুলে দেন তিনি। এ সময় স্থানীয় গণমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ডা: ইফতেখার মাহমুদ বলেন, ইয়াসিন মাহমুদা স্মৃতি পরিষদ সবসময়ই অসহায় মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়।
গত মঙ্গলবার বিকেলে উপজেলার পোড়াদহ ইউনিয়নের বেলগাছী গ্রামের আমির মির্জাসহ তার বাড়ীর আশেপাশে আটটি পরিবারের বসতবাড়ি সহ আশেপাশের কয়েক বিঘা জমির পানবরজ আগুনে পুড়ে ছাই হয়ে যায়।
এবি//দৈনিক দেশতথ্য//এপ্রিল ১৩,২০২৩//