Print Date & Time : 23 April 2025 Wednesday 9:23 pm

মিরপুরে আতাহার আলীর মতবিনিময় সভা

কুষ্টিয়ার মিরপুর বাজারে স্থানীয় ব্যবসায়ীদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ মে)  সন্ধ্যায় মিরপুর বাজারের বিশ্বাস মার্কেট কমপ্লেক্সের সামনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

সভায় প্রধান অতিথি ছিলেন মিরপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আতাহার আলী। মিরপুর পৌরসভার বিশ্বাস মার্কেটের ব্যবসায়ী সরোয়ার বিশ্বাস ও সাইদার বিশ্বাস আতাহার আলীকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে তার সাথে যোগদান করেন।

আতাহার আলীকে ফুল দিয়ে দলে যোগদান করছেন ব্যবসায়ী সরোয়ার বিশ্বাস ও সাইদার বিশ্বাস ।

এ সময় আতাহার আলী সাধারণ ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন,বর্তমান সরকার সন্ত্রাস, চাদাবাজ,মাদক দূর্ণীতির বিরুদ্ধে জিরো টলারেন্স।তাই আপনারা এই সরকারের আমলে ব্যবসা করার জন্য ১০০% নিরাপত্তা পাবেন। কেউ যদি ব্যবসায়ীদের সাথে কোনরকম সন্ত্রাস বা চাদাবাজির চেষ্টা করে,তাহলে সেই শক্তিকে মূলোৎপাটন করার জন্য স্থানীয় প্রশাসন বদ্ধ পরিকর। তাছাড়া এই বাজারে কোন প্রকার মাদক ব্যবসায়ী যেনো কোথাও শিকড় গাড়তে না পারে, সে ব্যাপারে আপনার সর্বদা সজাগ দৃষ্টি রাখবেন।প্রয়োজনে তাদেরকে প্রতিরোধ করতে প্রশাসনকে সংবাদ দিবেন।

এ সময় উপস্থিত ছিলেন শ্যামলী কাউন্টার মালিক আজিজুল হক মালিথা বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হান্নান শেখ,সাবেক কাউন্সিলর বিল্লাল হোসেন, মিরপুর বাজারের বিশিষ্ট ইলেকট্রনিকস ব্যবসায়ী মুক্তার আলী, সরোয়ার বিশ্বাস, সাইদার আলী বিশ্বাসসহ স্থানীয় ব্যবসায়ীবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এবি//দৈনিক দেশতথ্য//মে ০৮,২০২৩//