Print Date & Time : 21 July 2025 Monday 7:01 pm

মিরপুরে আন্তঃস্কুল বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

কুষ্টিয়ার মিরপুরে মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান শিক্ষার উন্নয়ন প্রকল্পের আওতায় আন্তঃস্কুল বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে।

সেতু এনজিও’র আয়োজনে এবং বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনে সহযোগিতায় বুধবার (২৯ জুন) বঙ্গবন্ধু মুর‌্যাল চত্বরে দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হয়।

পরে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানকে পুরষ্কৃত করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিন বলেন, বিজ্ঞান মেলা একটি সমাজ ও জাতির বৈজ্ঞানিক উৎকর্ষ এবং সভ্যতাকে প্রদর্শন করে। বিজ্ঞানভিত্তিক শিক্ষাকে অনুপ্রাণিত করতে বিজ্ঞান মেলার ভুমিকা অপরিসীম।  এ ধরণের বিজ্ঞান মেলা থেকে স্কুল-কলেজের খুদে বিজ্ঞানীরা উপকৃত হবে।

এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আবুল কাশেম জোয়ার্দ্দার।

উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা হোসনে মোবারকের পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জুলফিকার হায়দার।

এ সময়ে উপজেলা কৃষি কর্মকর্তা রমেশ চন্দ্র ঘোষ, সহকারী প্রোগ্রামার মিরাজুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার জুলেখা খাতুন, প্রেসক্লাবের সভাপতি কাঞ্চন কুমার হালদার প্রমুখ উপস্থিত ছিলেন।

আর//দৈনিক দেশতথ্য//২৯ জুন-২০২২//