মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি \ কুষ্টিয়ার মিরপুরে শিশু শিক্ষার ঐতিহ্যবাহী “আমরা নতুন শিক্ষা নিকেতন” এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ৯টায় মিরপুর পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের আর-ই অফিস মাঠে খেলাটি উদ্বোধন করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, ব্যবস্থাপনা পরিচালক ও দৈনিক বাংলার নবকন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি বাবলু রঞ্জন বিশ্বাস। উদ্বোধকের বক্তব্যে বাবলু রঞ্জন বিশ্বাস বলেন, অংশগ্রহণ করাই হচ্ছে খেলাধুলার মূল কথা।
এতে কমলমতি শিশুদের প্রতিযোগিতামূলক মনোভাব তৈরী করে, শৃঙ্খলাবোধ, অধ্যবসায়, দায়িত্ববোধ ও কর্তব্যপরায়ণতা শেখায়। খেলাধুলার সঙ্গে স্বাস্থ্য ও মনের একটা নিবিড় সম্পর্ক রয়েছে। সুস্থ দেহ মানেই সুস্থ মন। খেলাধুলা জীবনকে সুন্দর এবং পরিশীলিত’ করে।
তিনি আরো বলেন, লেখাপড়ার পাশাপাশি নৈতিক মূল্যবোধ সৃষ্টির জন্য শিক্ষা প্রতিষ্ঠান ও পরিবারের মধ্যে সমন্বয় রেখে তাদেরকে দেশ প্রেমে উদ্বুদ্ধ করতে হবে। এছাড়াও খেলা যেমন মানুষের মনকে সুন্দর রাখে, তেমনি জীবনে চলার পথটা করে দেয় সুন্দর। সুস্থ দেহ থাকলে, একটা সুস্থ মনও থাকবে। এই মন আর এদিক-ওদিক যাবে না। এখন সমাজে একটা সাংঘাতিক অসুস্থতা দেখা যাচ্ছে। যেমন দুর্ণীতি, সন্ত্রাস, মাদকাসক্ত-মানুষের মন-মানসিকতা একেবারেই নষ্ট করে দিচ্ছে। এতে সমাজ কলুষিত হচ্ছে। এখান থেকে আমাদের যুব-সমাজকে ফিরিয়ে আনতে হবে।
নিকেতন’র অধ্যক্ষ জীবন কৃষ্ণ পালের সভাপতিত্বে সকাল ৯টায় শিক্ষার্থীদের সমাবেশের মাধ্যমে জাতীয় সংগীত পরিবেশনা ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক ভাবে ক্রীড়া প্রতিযোগীতা শুরু হয়। ১৭টি ইভেন্টের খেলা পরিচালনা করেন নিকেতন’র সহকারী শিক্ষিকা বিচিত্রা রানী পাল, রূপা রাণী পাল, সহকারী শিক্ষক সুব্রত কুমার টুটুল পন্ডিত, হৃদয় আলী এবং প্রেমা বিশ্বাস। পরবর্তীতে সকল বিজয়ী এবং নিকেতন’র আয়া রুবিনা খাতুন অতিথিদের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ২৩ ফেব্রুয়ারী ২০২৪

Discussion about this post