মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : মিরপুরের কৃষ্ণপুর জামে মসজিদের জলাশয় লীজ দেয়াকে কেন্দ্র করে আওয়ামীলীগের দু-গ্রুপের সংঘর্ষে ১০জন আহত হয়েছে। শুক্রবার (১৫ এপ্রিল ) জুম্মার নামায শেষে মসজিদ প্রাঙ্গণে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে ফুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামলীগের সদস্য হাজী আব্দুস সালামকে (৫৭) মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও অপর পক্ষ ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সিরাজুল ইসলাম ফড়ং (৫৫), মানিক (৩৭), রফিকুল ইসলাম চাঁদ (৩৪), শহিদুল ইসলাম (৪৩), সোহান (১৯), রতন (২১), সৈকত (১৪) কে আশাংকাজনক অবস্থায় কুষ্টিয়া সরকারী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জুম্মার নামায শেষে মসজিদের জলাশয় বাৎষরিক লীজের ঘটনাকে কেন্দ্র করে সাবেক ইউপি চেয়ারম্যান হাজী আব্দুস সালামের সাথে সিরাজুল ইসলাম ফড়ং গ্রুপের মধ্যে বাকবিতন্ডার একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে দুই পক্ষের অন্তত ১০জন আহত হয়।
স্থানীয়রা আহত হাজী আব্দুস সালামকে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও অন্যদের কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
মিরপুর থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আমরা ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো। তবে এ ঘটনায় কাউকে এখনও গ্রেফতার করেনি পুলিশ।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post