মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুরে আশ্রয়ণ প্রকল্পে সবজি বীজ ও গাছের চারা বিতরণ করা হয়েছে।
গতকাল রবিবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিংকন বিশ্বাস আমলা আশ্রয়ণ প্রকল্পে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে এ সবজি বীজ ও গাছের চারা বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আবুল কাশেম জোয়ার্দ্দার, উপজেলা কৃষি কর্মকর্তা রমেশ চন্দ্র ঘোষ, আমলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মালিথা প্রমুখ।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিংকন বিশ্বাস বলেন, উপজেলার সকল আশ্রয়ণ প্রকল্পে পর্যায়ক্রমে এ সবজি বীজ ও গাছের চারা বিতরণ করা হবে। একজন সুফলভোগীকে লাল শাক, ঝিঙ্গা, করোলাসহ ৭ প্রকার সবজি বীজ ও আম, লেবু এবং পেয়ারা চারা দেয়া হয়েছে।

Discussion about this post